• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়িতেই অপরূপা নারী, কাতান থেকে চিকনকারি রইল এবার পুজোয় বাজার কাঁপানো ১০টি শাড়ির হদিশ

Published on:

Durga Pujo Special top 10 Trending Saree on 2023

পুজো এসে গিয়েছে, হাতে মাত্র আর কটা দিন। তাই এই মুহূর্তে পুজোর কেনাকাটা চলছে জোর কদমে। তবে প্রত্যেক পুজোয় শাড়ি ছাড়া বাঙালি মেয়েদের সাজ কিন্তু এক কথায় অসম্পূর্ণ। তাই এ বছর পুজোয় কেনাকাটা করতে যাওয়ার আগে এক ঝলকে দেখে নিন পুজোর ফ্যাশনে ইন দশটি সুপার হিট শাড়ির তালিকা।

মসলিন জামদানি : জামদানি এমনই একটি শাড়ি যা প্রতি বছর ফায়ার নতুন রূপে। এবছর তেমনি পুজোর বাজার কাঁপছে মসলিন জামদানি। মসলিন জামদানির বুনন দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাই এবারের পুজোয় এই শাড়ি কিন্তু আপনার আলমারিতেও ওঠা চাই।

লাইফস্টাইল,Life Style,দুর্গাপুজো,Durgapujo,ফ্যাশন,Fashion,শাড়ি,Saree,ট্রেন্ডিং,Trending,Katan Silk,Hakoba Saree,chikankari saree,Bengali Handloom Saree,Organza Silk,Jimichu Saree

সুতির জামদানি : অষ্টমীর সকালের সাজের সাথে এই শাড়ি একেবারে মানানসই। বিভিন্ন বয়সের মেয়েদের কাছেই উন্নত মানের এই ট্র্যাডিশনাল জামদানির চাহিদা এখন তুঙ্গে। সুতির কাপড়ের উপর জামদানির কারুকার্য দেখলেই চোখ আটকে যেতে বাধ্য।

আরও পড়ুনঃ কোনটা কিনি কোনটা ছাড়ি! মাত্র ৩০০ টাকায় পুজোর ট্রেন্ডিং শাড়ি, রইল এমনই বাজারের হদিশ

খাড্ডি বেনারসি : এবছরের পুজোর ফ্যাশনে খাড্ডি বেনারসির চাহিদা তুঙ্গে। সারা শাড়ি জুড়ে ঠাসা কাজ করা এই শাড়ি পরলেই চোখ জুড়িয়ে যায়। সবচেয়ে মজার বিষয় এত ঠাসা কাজ থাকলেও এই শাড়িগুলির ওজন কিন্তু বেশি হয় না। আর কাপড়টা খুব নরমও হয়। তাই পরেও বেশ আরাম।

আরও পড়ুনঃ তুলোর মত তুলতুলে নরম ত্বক পেতে চান? রইল পার্লার ছাড়া বাড়িতেই রূপচর্চার ব্রহ্মাস্ত্র

লাইফস্টাইল,Life Style,দুর্গাপুজো,Durgapujo,ফ্যাশন,Fashion,শাড়ি,Saree,ট্রেন্ডিং,Trending,Katan Silk,Hakoba Saree,chikankari saree,Bengali Handloom Saree,Organza Silk,Jimichu Sareeকাতান সিল্ক : এবছর পুজোর বাজার চেয়ে গিয়েছে কাতান সিল্কে। চওড়া পাড়ের এই শাড়ি কিন্তু যে কোনো বয়সের মেয়েদেরই দারুন মানায়। এই শাড়ির সারা জমিতে থাকে ছোট-বড় বিভিন্ন ধরনের নিখুঁত কাজ।

জিমি  চু : পুজোর কেনাকাটা করতে বেরিয়ে এবছর সবার মুখে মুখেই ঘুরছে একটাই নাম তা হল জিমি চু। খুবই লাইট বেতের এই শাড়ি ক্যারি করাও খুবই সহজ। হাল্কা ওজনের সাথেই এই শাড়ি গুলির রঙও খুবই হাল্কা হয়।

লাইফস্টাইল,Life Style,দুর্গাপুজো,Durgapujo,ফ্যাশন,Fashion,শাড়ি,Saree,ট্রেন্ডিং,Trending,Katan Silk,Hakoba Saree,chikankari saree,Bengali Handloom Saree,Organza Silk,Jimichu Saree

অর্গ্যাঞ্জা সিল্ক : এবছর পুজোয় বাজারে আবার নতুন রূপে ফিরে এসেছে অর্গ্যাঞ্জা শাড়ি। অর্গ্যাঞ্জা সিল্কের পাশাপাশি মার্কেটে এখন অর্গ্যাঞ্জা বেনারসিরও ব্যাপক চাহিদা রয়েছে।

রেডি টু ওয়্যার শাড়ি : শাড়ি পড়তে ভালোবাসলেও অনেকেই শাড়ি পরতে পারেন না। তাই তাদের কাজ সহজ করতেই এবছর ব্যাপক চাহিদা রয়েছে রেডি টু ওয়্যার শাড়ির।

লাইফস্টাইল,Life Style,দুর্গাপুজো,Durgapujo,ফ্যাশন,Fashion,শাড়ি,Saree,ট্রেন্ডিং,Trending,Katan Silk,Hakoba Saree,chikankari saree,Bengali Handloom Saree,Organza Silk,Jimichu Saree

চিকনকারি : সুতোর কাজে ঠাসা লখনৌয়ি চিকনকারি শাড়ি এবারের পুজোয় সকলেরই হট ফেভরিট। বিভিন্ন ধরনের হালকা রঙের পাশাপাশি চিরাচরিত লাল-কালো রঙেও এই চিকনকারি শাড়ির এখন ব্যাপক চাহিদা।

বাংলার হ্যান্ডলুম : দুর্গা পুজোর সকাল গুলোতে হালকা সাজের জন্য কিন্তু বাংলার হ্যান্ডলুম শাড়িগুলির জুড়ি মেলা ভার। তাই প্রতিবারের মতো এবছরও পুজোর বাজার কাঁপাচ্ছে বাংলার হ্যান্ডলুম শাড়ি।

লাইফস্টাইল,Life Style,দুর্গাপুজো,Durgapujo,ফ্যাশন,Fashion,শাড়ি,Saree,ট্রেন্ডিং,Trending,Katan Silk,Hakoba Saree,chikankari saree,Bengali Handloom Saree,Organza Silk,Jimichu Saree

হাকোবা : গত বছরের পর এবছর আবার নতুন রূপে ফায়ার এসেছে হাকোবা শাড়ি। হালকা ওজনের এই শাড়ি গুলো ক্যারি করা খুবই সহজ। এবছর পুজোয় মিক্স অ্যান্ড ম্যাচ হাকোবা শাড়িগুলো বাজারে খুব চলছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥