• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ম্যানিকিওর লাগবে না! মজবুত-বড় নখ পেতে ম্যাজিকের মতো কাজ করে এই ৬ ঘরোয়া টোটকা

Published on:

Home remedies to grow nail faster and longer

বেশিরভাগ মেয়েই বড় নখ (Long Nail) রাখতে ভালোবাসেন। সুন্দর, বড় নখে (Nail) পছন্দের রঙের নেলপালিশ পরতে কমবেশি প্রত্যেকেই পছন্দ করেন। তবে নখ রাখার সবচেয়ে বড় সমস্যা হল, মাঝেমধ্যেই তা ভেঙে যায়। পাঁচ আঙুলের মধ্যে একটি আঙুলের নখও যদি ভেঙে যায় তাহলে তার প্রভাব হাতের সৌন্দর্যের ওপরেও পড়ে। আজকের প্রতিবেদনে তাই এমন ৬ ঘরোয়া টোটকার (Home Remedies) খোঁজ দেওয়া হল যা মেনে চললে বাড়ি বসেই পেয়ে যাবেন বড় এবং সুন্দর নখ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ঘরোয়া টোটকাগুলি কী কী।

অলিভ অয়েল (Olive Oil)- প্রথমে অলিভ অয়েল গরম করুন। এরপর নিজের নখ সেই তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। মাঝেমধ্যেই এই নিয়ম মেনে চলুন। নিয়মিত যদি অলিভ অয়েলে নখ ডুবিয়ে রাখেন তাহলে আপনার নখ শক্ত হবে। ফলে তা ভাঙবে না।

Olive oil, How to grow nails faster and stronger

নারকেল তেল (Coconut Oil)- অনেকেই জানেন না, শুধু চুল নয়, নখের যত্নেও নারকেল তেল ভীষণ উপকারী। নখে যদি রোজ নারকেল তেল ম্যাসাজ করা হয় তাহলে নখ তাড়াতাড়ি বাড়ে।

coconut oil, Monsoon hair fall, How to grow nails faster and stronger

কমলালেবু এবং লেবুর রসের মিশ্রণ (Orange and Lemon Juice)- কমলালেবু এবং লেবুর রসের মিশ্রণে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। এরপর গরম জল দিয়ে হাত ধুয়ে ক্রিম মেখে নিন। নিয়মিত মেনে চললে দেখবেন আপনার নখ তাড়াতাড়ি বড় হচ্ছে।

Orange and Lemon juice, How to grow nails faster and stronger

নুন (Salt)- এক চিমটে নুন এবং এক টেবিল চামচ অলিভ অয়েল একটি পাত্রে নিন। এরপর গরম জলের সঙ্গে এই দু’টি উপাদান ভালো করে মেশান। এরপর এই মিশ্রণে ১০-১৫ মিনিট নিজের নখ ডুবিয়ে রাখুন। নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন।

Salt, How to grow nails faster and stronger

লেবুর রস (Lemon Juice)- প্রথম তিন চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ লেবুর রস একটি পাত্রে নিন। এরপর এই তেল সামান্য গরম করে নিজের নখ সেই তেলে ডুবিয়ে দিন। নিয়মিত এই নিয়ম মেনে চললে আপনার নখ দেখবেন তাড়াতাড়ি বড় হচ্ছে।

Lemon juice, How to grow nails faster and stronger

ভ্যাসলিন (Vaseline)- একটি পাত্রে এক চা চামচ ভ্যাসলিন, অলিভ অয়েল এবং ভিটামিন ই তেল নিন। ভিটামিন ই তেল না থাকলে দুটি ভিটামিন ই ক্যাপসুল নিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণ নখে লাগান এবং ৫ মিনিট মতো ম্যাসাজ করুন।

Vaseline, How to grow nails faster and stronger

সারা রাত হাতে লাগিয়ে রেখে দিন। পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই টোটকা মেনে চললে নখ তাড়াতাড়ি বাড়ে। কয়েকবার ব্যবহার করলে আপনি নিজের চোখেই রেজাল্ট দেখতে পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥