• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে’, নেটিজেনদের কটাক্ষের জবাবে হিরো আলমের ১০ চুম্বক লাইন

বাংলদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। যার আসল নাম আশরাফুল আলম হলেও হিরো আলম নামেই তিনি বেশি পরিচিত। ছবি থেকে ফেসবুক ভিডিও ও ইউটিউব ভিডিওতে বেশ জনপ্রিয় একজন অভিনেতা তিনি। তবে অভিনয় থেকে শুরু করে নাচ গান যে ভিডিওই শেয়ার করুন না কেন নেটপাড়ায় বহুবার ট্রোলের শিকার হতে হয়ে তাকে।

কিছুদিন আগেই দক্ষিণী সুপারহিট ছবি ‘পুষ্পা’ এর শ্রীভাল্লি গানটিকে নিজের মত করে গেয়ে মিউজিক ভিডিও রিলিজ করেছেন হিরো আলম। আর সেই গান মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। গান শুনে কেউ কেউ প্রশংসা করলেও বেশিরভাগই তাকে কটাক্ষ করেছেন। কারোর মতে, ‘গানটার  ভদ্রভাবে ধর্ষণ করে দেওয়া হল’। তো কারোর মতে, ‘ এই গান শুনে বেঁচে আছি এটাই ভাগ্যের ব্যাপার’।

   

হিরো আলম,Hero Alom,হিরো আলমের চুম্বক লাইন,Hero Alom Trolled

যদিও ট্রোলারদের কথায় বরাবরই খুব একটা কান দেন না অভিনেতা। তবে সম্প্রতি যারা নেগেটিভ মন্তব্য করেন তাদের জন্য নাম না করেই ১০ টি দুর্দান্ত বাণী শেয়ার করেছেন অভিনেতা। যা সত্যিই ভাবতে বাধ্য করবে। নিজের লেখা বই ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব’ এর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘১০ টি চুম্বক লাইন’। চলুন দেখে নেওয়া যাক হিরো আলমের সেই  ‘চুম্বক লাইনগুলি’।

  • আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।
  • আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?
  • আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷
  • জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।
  • শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।
  • আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।
  • সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।
  • আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?
  • আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।
  • আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।

এর শেষে রয়েছে তারই বইয়ের নাম, দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিবো। অভিনেতার শেয়ার  করার এই  বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। অনেকের মতেই ইটনি যে কথাগুলো জানিয়েছেন সেগুলো সত্যিই। অনেকেই তাকে নিন্দুকদের কথাই কান না দিয়ে এগিয়ে যাবার কথাও বলেছেন কমেন্ট বক্সে। তবে প্রতিবারের মত এবারেও কিছু নেটিজেনরা ট্রোলিং শুরু করেছেন হিরো আলমকে নিয়ে।