• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরণ স্পর্শ করলেই আশীর্বাদ দিচ্ছেন স্বয়ং সিদ্ধিদাতা! ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটপাড়া

Published on:

Ganesh Puja video at Amra Sobai club Maniktala goes viral on social media

গণেশ পুজোর (Ganesh Puja) জনপ্রিয়তা এখন শুধুমাত্র মুম্বইয়েই সীমাবদ্ধ নেই। কলকাতার প্রচুর জায়গাতেও এখন প্রত্যেক বছর ধুমধাম করে গণেশ পুজো করা হয়। কয়েকদিন আগেই যেমন গণেশ চতুর্থী উপলক্ষ্যে একাধিক জায়গায় গণপতি বন্দনা করা হয়েছে। শহর কলকাতার (Kolkata) বহু স্থানে যেমন রীতিমতো থিম করে গণেশ পুজো করা হয়েছে। এমনই একটি পুজো প্যান্ডেলের ভিডিও (Video) তুমুল আলোড়ন সৃষ্টি করেছে নেটপাড়ায়।

জাঁকজমকপূর্ণ গণেশ পুজোর প্রসঙ্গ উঠলেই এতদিন সবার মাথায় প্রথমে মুম্বইয়ের নাম আসতো। সেখানে প্রচুর ধুমধাম করে গণপতির আরাধনা করা হয়। সলমন খান, শিল্পা শেট্টি থেকে শুরু করে অনুষ্কা, বিরাট কোহলি একাধিক তারকার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো হয়। এখন আস্তে আস্তে কলকাতাতেও সেই পরম্পরা শুরু হচ্ছে। অবশ্য শুধুমাত্র তিলোত্তমাই নয়, শহরতলিতেও এখন বহু জায়গায় গণেশ পুজো করা হয়।

Ganesh Puja

সম্প্রতি এই গণেশ পুজোতেই এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মানিকতলার (Maniktala) ১৪ নম্বর ওয়ার্ডের পুজো যদি আপনি দেখেন তাহলে আপনারও তাক লেগে যাবে গ্যারান্টি। কারণ এখানে গণপতির চরণ স্পর্শ করলেই তিনি দু’পায়ে উঠে দাঁড়িয়ে ভক্তকে আশীর্বাদ করছেন! সম্প্রতি নিউজ ১৮ বাংলার তরফ থেকে এই ভিডিও শেয়ার করা হয়। যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে।

আরও পড়ুনঃ আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

Ganesh Puja, Ganesh Puja at Amra Sobai Club Maniktala

আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

মানিকতলার যে ক্লাবের পুজোয় এই চমক দেওয়া হয়েছে, সেই ক্লাবের নাম হল ‘আমরা সবাই’ (Amra Sobai Club)। এখানে বড় করেই গণেশ পুজো করা হয়। তবে এই বছর ‘আমরা সবাই’র তরফ থেকে যে চমক দেওয়া হয়েছে দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছে।

যেই না বিঘ্নহর্তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন দর্শনার্থীরা, অমনি তিনি উঠে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। ক্লাবের এই অভিনব স্টাইলের গণেশ মূর্তি দেখার জন্য উপচে পড়েছে ভিড়। গত ১৯ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে গণেশ চতুর্থী উদযাপিত হয়েছে। তবে মানিকতলার ‘আমরা সবাই’ ক্লাবের গণেশ মূর্তি দেখার জন্য এখনও অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই প্যান্ডেলের ভিডিও। ক্লাবের এমন অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥