• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘খড়ি’ চরিত্র সারাজীবন মনে থেকে যাবে, ‘গাঁটছড়া’র বিদায়ক্ষণে আবেগঘন আসল ‘খড়ি’ শোলাঙ্কি

Published on:

Gaatchora Serial Khori Actress Solanky Roy Shares thanks note for all the love

টেলিভিশনের পর্দায় প্রচুর সিরিয়াল (Bengali Serial) আসে যায়। তবে কিছু বিশেষ ধারাবাহিকের রেশ শেষ হওয়ার পরেও বছরের পর বছর থাকে। ষ্টার জলসার (Star Jalsha) এমনই একটি বাংলা মেগা ‘গাঁটছড়া’ (Gaatchhora)। গল্পের শুরু হয়েছিল তিন চরিত্রকে নিয়ে খড়ি, ঋদ্ধিমান সিংহ রায় ও দ্যুতিকে নিয়ে। খড়ি চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। এছাড়াও ঋদ্ধিমান চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও দ্যুতি চরিত্রে দেখা গিয়েছে শ্রীতমা ভট্টাচার্যকে।

২০২১ সালের ২০ই ডিসেম্বর পথচলা শুরু করেছিল গাঁটছড়া। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দুবছর। সিরিয়ালের গল্প যেমন দর্শকদের মন কেড়েছিল তেমনি টিআরপিও তুলেছিল ব্যাপক। সমকালীন ‘মিঠাই’কে জব্বর টেক্কা দিত। একসময় সেরা দশ সিরিয়ালের তালিকায় প্রথম কিংবা প্রথম পাঁচের মধ্যে দেখা যেত গাঁটছড়াকে। কিন্তু একবছর পর যখন TRP কমতে শুরু করল তখন নতুন মোড় নিল কাহিনী। ধারাবাহিক থেকে অবসর নিলেন ‘খড়ি’ অভিনেত্রী শোলাঙ্কি রায়।

Gantchora Khori Solanki Roy Comeback

শোলাঙ্কি চলে যাওয়ার পর ব্যাপকভাবে পরে যায় টিআরপি। অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো শেষ হয়ে যাবে ধারাবাহিকটি। তবে তা হয়নি, বরং শ্রীপর্ণা রায় এসে হাল ধরেন গল্পের। কিন্তু শেষ রক্ষা হল না। সেরা দশের থেকে বহুদিন আগেই ছিটকে গিয়েছে গাঁটছড়া। এবার বিদায় ঘন্টা বেজে গেল। শুটিং ইতিমধ্যেই শেষ, শেষ সম্প্রচারের দিনও প্রকাশ্যে এসেছে। আগামী ১৪ই ডিসেম্বর শেষবারের মত সম্প্রচার হবে গাঁটছড়া।

আরও পড়ুনঃ সিরিয়ালের অভিনেতারা পারবে না! ইন্ডাস্ট্রির ‘লবিবাজি’ নিয়ে সাক্ষাৎকারে বিস্ফোরক জয়জিৎ বন্দোপাধ্যায়

এবার বিদায় লগ্নে প্রিয় সিরিয়াল নিয়ে পোস্ট করলেন ‘খড়ি’ অভিনেত্রী শোলাঙ্কি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে, ‘ খড়ি হওয়ার প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি! ধন্যবাদ সকলকে গাঁটছড়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। যদিও আমি এখন সিরিয়ালে নেই, তবে খড়ি চরিত্রটা সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে’। শোলাঙ্কির এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

Solanki Roy Instagram Story as Gatchhora Serial

ইতিমধ্যেই ‘গাঁটছড়া’র বদলে কোন সিরিয়াল আসতে চলেছে তা জানা গিয়েছে। ১৫ই ডিসেম্বর থেকেই আসছে ‘কথা’। নতুন এই ধারাবাহিকে মিস গোবর দেবী থুড়ি কথা চরিত্রে দেখা যাবে সুস্মিতা দে’কে আর নায়ক অগ্নিভ চরিত্রে থাকবেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।

আরও পড়ুনঃ অর্জুন নয় সূর্যের কাছেই ফিরবে দীপা! এক হবে গোটা সেনগুপ্ত পরিবার, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

প্রসঙ্গত, শোলাঙ্কি ছাড়ার পরেই সিরিয়ালের টিআরপি হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। দর্শকদের একাংশ সেই সময় দাবি করেছিল আর বেশিদিন চলবে না গাঁটছড়া। তবে নেটিজেনদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে এতদিন দিব্যি চলছিল সিরিয়ালটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥