• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় বিয়ের সানাই! সাত পাক ঘুরছেন ‘গাঁটছড়া’ নায়িকা! পুজোর আবহে সুখবর দিলেন অভিনেত্রী

Updated on:

Gaatchora fame Bengali serial actress Sriparna Roy is going to get married soon

Bengali Serial Actress: পুজোর আবহে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে যেন খুশির হাওয়া বইছে। কারোর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, কেউ আবার গাঁটছড়া বাঁধতে চলেছেন। দিন কয়েক আগেই জানা গিয়েছে, চলতি বছরের শেষে সাত পাকে বাঁধা পড়ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী (Bengali Serial Actress) সন্দীপ্তা সেন। এবার সুখবর দিলেন ‘গাঁটছড়া’ (Gaatchora) নায়িকা। পুজোর পরেই বিয়ে করছেন তিনি।

কয়েকমাস আগেই শোনা গিয়েছিল, ‘গাঁটছড়া’ অভিনেত্রী বিয়ে (Marriage) করতে চলেছেন। যদিও হবু বরের পরিচয় এবং বিয়ের দিনক্ষণ তখন জানা যায়নি। তবে এবার নিজে মুখেই সবটা জানালেন তিনি। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কোন নায়িকা বিয়ে করছেন? তাহলে বলে রাখি, পর্দার রুক্মিণী তথা টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy) শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন।

Sriparna Roy, Sriparna Roy marriage

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, অগ্রহায়ন মাস পড়তেই অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে বিয়ে করবেন শ্রীপর্ণা রায়। চুপিচুপি সাত পাক ঘোরার ইচ্ছা রয়েছে অভিনেত্রীর। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলেও নাকি এই নিয়ে বিশেষ আলোচনা করছেন না তিনি। তবে খবর পাওয়া গিয়েছে, অনলাইন ঘটকালি সংস্থার মারফৎ বিয়ে হচ্ছে এই টেলি নায়িকার।

আরও পড়ুনঃ বিশ্বের দরবারে আবারও উজ্জ্বল ভারতের মুখ! অস্কারের দৌড়ে এগিয়ে এই ভারতীয় সিনেমাগুলি

‘সুখবর’ প্রসঙ্গে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে শ্রীপর্ণা বলেন, ‘প্রস্তুতি একদম তুঙ্গে। তবে শ্যুটিং চলছে বলে দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন’। প্রসঙ্গত, ‘গাঁটছড়া’র রুক্মিণীর বাড়ি হাওড়ার বালিতে। বাড়ির কাছাকাছি বসবে তাঁর বিয়ের আসর।

আরও পড়ুনঃ টাকা থাকলে কি না হয়! বিয়েতে গান গাইতে কত নেন অরিজিৎ সিং? জানলে মাথাটাই ঘুরে যাবে

Sriparna Roy, Sriparna Roy marriage

শ্রীপর্ণা বলেন, ‘বিয়েতে সাবেকি বাঙালি সাজেই সাজবো আমি। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। মেন্যুতে চিংড়ি, ভেটকি থাকছে, আবার বিরিয়ানিও থাকবে’। জানা গিয়েছে, ‘গাঁটছড়া’ নায়িকার হবু স্বামী অভিনয় জগতের মানুষের নন। তিনি মেডিক্যাল লাইনের সঙ্গে যুক্ত। শ্রীপর্ণার হবু স্বামী চন্দননগরের ছেলে। ধারাবাহিকের শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই নতুন সংসারের সব কিছু গোছগাছ করবেন বলে জানিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥