ভারতীয় সঙ্গীত দুনিয়াকে যে সকল শিল্পীরা সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। বাংলার এই ছেলে নিজের গায়কীর মাধ্যমে জয় করে নিয়েছে গোটা বিশ্ব। ভক্তরা তাঁকে ভালোবেসে ‘কিং অফ প্লেব্যাক সিংগিং’ নামে সম্বোধন করেন। তবে আপনি কি জানেন, শুধু বলিউড (Bollywood) না, অরিজিৎ সিং কিন্তু বিয়েবাড়িতেও (Wedding) গান করেন। আপনি কি চান আপনার জীবনের বিশেষ দিনটি অরিজিতের গায়কীতে আরও স্পেশ্যাল হয়ে উঠুক? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিয়েবাড়িতে গাইতে কত টাকা পারিশ্রমিক নেন তিনি।
১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিৎ সিংয়ের। ছোট থেকে সঙ্গীতের আবহে বড় হয়েছেন তিনি। খুব কম বয়সে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’এ অংশগ্রহণ করেছিলেন তিনি। অরিজিৎ সেই শো জিততে না পারলেও নিজের গানের মাধ্যমে জয় করে নিয়েছিলেন দেশবাসীর মন। এরপর অনেকটা সময় সঙ্গীত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করার পর প্লেব্যাক গায়ক হিসেবে ডেবিউ করেন এই বঙ্গ তনয়।
‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গানটির মাধ্যমে বলিউডে পথচলা শুরু হয় গায়ক অরিজিতের। তবে তাঁর ভাগ্য বদলায় ‘আশিকী ২’ ছবিতে গাওয়ার পর। ‘তুম হি হো’ গানটি গেয়ে রাতারাতি দেশের মিউজিক আইকন হয়ে যান তিনি। এই গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও (সেরা গায়ক) জিতেছিলেন অরিজিৎ সিং।
আরও পড়ুনঃ সোনা-রুপার পর মিশকার সন্তানকেও আপন করে নেবে সূর্য-দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব
আজ অরিজিতের গান শোনার জন্য মুখিয়ে থাকেন সঙ্গীতপ্রেমী মানুষরা। সারা বছর দেশে-বিদেশে শো করে বেড়ান তিনি। অরিজিতের গান শুনতে লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধা বোধ করেন না সঙ্গীতপ্রেমী মানুষরা। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও অরিজিৎ সিং আজও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। সেই সঙ্গেই স্বপ্ন দেখেন জিয়াগঞ্জে সর্বসাধারণের জন্য একটি বিদ্যালয় তৈরি করার। দুঃস্থ, মেধাবী পড়ুয়ারা যাতে পড়াশোনা করতে পারে সেই জন্যই এই উদ্যোগ নিতে চান গায়ক।
আর সেই কারণেই অরিজিৎ শোয়ের জন্য অনেকটা মোটা টাকা পারিশ্রমিক নেন। একই রকমভাবে বিয়েবাড়িতে গাওয়ার জন্যেও অনেকে টাকা চার্জ করেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিয়েবাড়িতে এক রাতে গাওয়ার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ। সেই অর্থের একটি বিরাট অংশ সাধারণ মানুষের জন্যই ব্যয় করেন এই তারকা।