• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের দরবারে আবারও উজ্জ্বল ভারতের মুখ! অস্কারের দৌড়ে এগিয়ে এই ভারতীয় সিনেমাগুলি

Updated on:

After RRR again an Indian Cinema got nominated for Oscar 2024

সাউথের সিনেমার (South Indian Film) দাপটে প্রায় গোটা একবছর ভরাডুবির মধ্যে দিয়ে গিয়েছে বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রি। সাউথের একের পর এক সুপারহিট সিনেমা যখন বক্স অফিস কাঁপাচ্ছে, তখন রীতিমতো ফ্লপ সিনেমার পাহাড় তৈরী করে ফেলেছিল  বলিউড। যদিও চলতি বছরেই আবার ঘুরে দাঁড়াতে শুরু করে বলিউড । বলিউড বাদশা শাহরুখ খান পাঠানের পাশাপাশি জাওয়ান সিনেমার হাত ধরে কামব্যাক করে দেখিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

এবছর বলিউডে সেরা ব্যবসা করেছে। শাহরুখ খানের জাওয়ান আর সানি দেওয়ালের গদর ২। এসবের মধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৪ সালের অস্কারের (Oscar-2024) প্রস্তুতি। গত বছর অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেয়ে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছিল সাউথের ‘আর আর আর’ ও ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস্’ এর মত সিনেমা।

After RRR again an Indian Cinema got nominated for Oscar 2024

তবে এ বছর অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা গুলির মধ্যে জায়গা পায়নি বলিউডের সিনেমাগুলি। যদিও ‘জাওয়ান’ এবং ‘গদর ২’ সাফল্য দেখে অনেকেই ভেবেছিলেন এ বছর হয়তো অস্কারের দৌড়ে এগিয়ে থাকবে বলিউডের এই দুটি সিনেমা । কিন্তু এই সিনেমা দুটির মধ্যে একটিও অস্কার পাওয়ার জন্য মনোনীত হয়নি। এ বছরেও বলিউডের সিনেমাকে টেক্কা দিয়ে অস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কেরালার বন্যা পরিস্থিতির ওপর তৈরি মালায়ালাম সিনেমা।

আরও পড়ুনঃ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে হেরেছিলেন স্বয়ং উত্তম কুমার! মহালয়ার সেই কাহিনী আজও অনেকেরই অজানা

জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত এই সিনেমাটির নাম ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’ (2018-Everyone is a hero)। যা মুক্তি পেয়েছিল ৫ মে ২০২৩ সালে।  মাত্র ৩০ কোটি বাজেটে তৈরি  ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’ বক্স অফিসে ২০০ কোটি আয় করে ব্যাপক হিট হয়েছিল। বর্তমানে এটি সর্বোচ্চ উপার্জনকারী মালয়ালাম সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন তানভি রাম এবং অপর্ণা বালামুরালির মতো তারকা।

আরও পড়ুনঃ টাকা থাকলে কি না হয়! বিয়েতে গান গাইতে কত নেন অরিজিৎ সিং? জানলে মাথাটাই ঘুরে যাবে

After RRR again an Indian Cinema got nominated for Oscar 2024

এছাড়াও অস্কার জয়ের জন্য এগিয়ে থাকা ভারতীয় সিনেমা গুলির মধ্যে নাম উঠে এসেছিল দ্য কেরালা স্টোরি, রকি অর রানি কি প্রেম কাহানি, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে (হিন্দি), বালাগাম (তেলেগু), ভালভি, বাপলিওক (মারাঠি) এবং ১৬ আগস্ট, ১৯৪৭ (তামিল)-এর মতো ২২টি সিনেমা। প্রত্যেক বছরের মতো আগামী বছরেও লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০২৪ সালের ১০ মার্চ, রবিবার ৯৬তম অস্কার অনুষ্ঠিত হবে।

এই সিনেমাটি বাছাই করার কারণ হিসাবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং বাছাই কমিটির চেয়ারম্যান গিরিশ কাসারভাল্লি সাংবাদিক সম্মেলনে বলেছেন  ‘মালয়ালম সিনেমাটি জলবায়ু পরিবর্তনের উপর খুব প্রাসঙ্গিক বিষয়বস্তু তুলে ধরেছে। তাই এটিকে বাছাই করা হয়েছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥