• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্যাচপ্যাচে গরম ছেড়ে পাহাড়ের, সবুজে ঘেরা মায়াবী এই অফবিট গ্রামে গেলে ফিরতেই ইচ্ছা হবে না

Offbeat Location: বাঙালি মানেই যেমন খাদ্যরসিক, তেমনই ভ্রমণপিপাসুও। ঘুরতে যেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তবে অনেক সময় বাঁধ সাধে সময়ের অভাব। দু-একদিনের ছুটি পেলে তাই অনেকে বাধ্য হয়েই ছুটে যান দীঘা (Digha), পুরী (Puri) কিংবা দার্জিলিংয়ে (Darjeeling)। তবে এক জায়গায় বারবার ঘুরতে যেতে কারই বা ভালোলাগে! সেই জন্য এখন অনেকেই আস্তে আস্তে চেনা জায়গা ছেড়ে অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন (Offbeat Location) খোঁজেন।

প্রচুর জনপ্রিয় নয়, অথচ ব্যাপক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গার ডিম্যান্ড এখন পর্যটকদের মধ্যে তুঙ্গে। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি মনোরম স্থানের খোঁজ নিয়ে এসেছি আমরা। সেই স্থানের নাম হল সিলেরি গাঁও (Sillery Gaon)। কালিম্পং থেকে আরও প্রায় ৬০০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামের বিষয়ে এখনও অনেক পর্যটক জানেন না। অথচ সিলেরি গাঁওয়ে একবার গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে জুড়িয়ে যাবে আপনার চোখ।

   

Sillery Gaon, Offbeat location

হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা

পাহাড়ি গ্রামের নাম শুনলেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, তার সমস্তটাই আপনি দেখতে পাবেন সিলেরি গাঁওয়ে। সবুজে ঘেরা এই গ্রামে রয়েছে একাধিক হোমস্টে। সকাল সকাল সেই হোমস্টের জানলা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এছাড়া এখান থেকে আধ ঘণ্টা মতো হাঁটলে পৌঁছে যাবেন রানী ভিউ পয়েন্ট। সেখান থেকে দেখতে পাবেন তিস্তার আঁকাবাঁকা গতিপথ। শহরের কোলাহল থেকে দূরে মনকে শান্ত করতে চাইলে এই গ্রামে চলে যেতেই পারেন আপনি।

আরও পড়ুনঃ পাহাড়ের কোলে একটুকরো স্বর্গ! রইল পুজোয় ঘোরার জন্য উত্তরবঙ্গের দুই অফবিট গ্রামের হদিশ

Sillery Gaon, Offbeat location

আরও পড়ুনঃ এক নিমেষে গায়েব সব ক্লান্তি! রইল কলকাতার কাছাকাছি ঘোরার মতো ১০টি অফবিট জায়গার খোঁজ

কীভাবে যাবেন?

সব তো জানা গেল, এবার তাহলে সিলেরি গাঁও কীভাবে যাওয়া যাবে সেটাও জেনে নেওয়া যাক। প্রথমে  ট্রেন কিংবা বাস ধরে আপনাকে নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়ি বুক করে চলে যেতে পারবেন সিলেরি গাঁও। এছাড়া আপনার যদি কালিম্পং ঘোরার প্ল্যান থাকে, তাহলে সেখান থেকেও ঘুরে যেতে পারবেন। তবে সিলেরি গাঁও যেহেতু অফবিট লোকেশন সেই জন্য এখানে যেতে গাড়ি ভাড়া একটু বেশি লাগতে পারে। কিন্তু শেয়ারে গেলে অনেকটাই কমে যাবে সেই খরচ।

Sillery Gaon, Offbeat location

কোথায় থাকবেন?

অফবিট স্থান হলেও এখানে রয়েছে একাধিক হোমস্টে। সেখানে থাকার খরচও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। জানা গিয়েছে, থাকা-খাওয়া মিলিয়ে জনপ্রতি ১৫০০-২০০০ টাকা মতো খরচ হয়। নিজের বাজেট অনুযায়ী একটি হোমস্টে বেছে নিন, ব্যস তাহলেই আর কোনও সমস্যা হবে না। তবে সিনেরি গাঁও যেহেতু অফবিট জায়গা, সেই জন্য অবশ্যই মনে করে ওষুধপত্র নিয়ে যাবেন।

site