• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ের কোলে একটুকরো স্বর্গ! রইল পুজোয় ঘোরার জন্য উত্তরবঙ্গের দুই অফবিট গ্রামের হদিশ

যত সময় যাচ্ছে ততই অফবিট জায়গার প্রতি ভ্রমণপিপাসু মানুষদের ঝোঁক বাড়ছে। চেনা জায়গায় বারবার ঘুরতে যাওয়ার থেকে অচেনা জায়গা (Offbeat Travel Destination) এক্সপ্লোর করতে এখন বেশি পছন্দ করছেন সকলে। ঠিক সেই কারণেই আজকের প্রতিবেদনে উত্তরবঙ্গের (North Bengal) অত্যন্ত মনোরম দুই অফবিট গ্রামের খোঁজ নিয়ে এসেছি আমরা।

পুজোর লম্বা ছুটিতে ঘুরতে যেতে পছন্দ করেন বহু মানুষ। আপনিও যদি কলকাতার কোলাহল থেকে দূরে পুজোর (Durga Puja) কয়েকটা দিন একটু নিরিবিলিতে কাটাতে চান তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ আমরা সবুজে ঘেরা দুই শান্ত পাহাড়ি জায়গার খোঁজ নিয়ে এসেছি, যেখানে দু’দিন থাকলেই জুড়িয়ে যাবে আপনার শরীর-মন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই দুই স্থানের নাম।

   

Pabong, Offbeat travel destination in North Bengal

ভুলে যান একঘেয়ে দার্জিলিং-কালিম্পং, কাঞ্চনজঙ্ঘার কোলেই আছে আস্ত স্বর্গ!

কালিম্পংয়ের কাছে ছবির মতো সুন্দর একটি অফবিট গ্রাম হল পাবং (Pabong)। ভ্রমণপিপাসু মানুষদের কাছে এই স্থানের পরিচিতি মেঘ এবং পাখির রাজ্য নামেই বেশি। সারাদিন এখানে রোদ আর মেঘের খেলা চলতে থাকে। সেই সঙ্গেই শোনা যায়, নানান জানা-অজানা পাখির ডাক। আপনি যদি আপনার ছুটিটা এমন মনোরম পরিবেশে কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন পাবংয়ে।

Pabong, Offbeat travel destination in North Bengal

কীভাবে যাবেন-কোথায় থাকবেন?

এখন প্রশ্ন হল, কীভাবে পাবং যাবেন এবং কোথায় থাকবেন? তাহলে বলে রাখি, আপনি এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পাবং যেতে পারেন। এছাড়া আপনার যদি কালিম্পং ঘোরার প্ল্যান থাকে তাহলে সেখান থেকে ঘুরেও যেতে পারেন। এখানে বিভিন্ন হোমস্টে রয়েছে। আগে থেকে বুক করে গেলে থাকার কোনও অসুবিধা হবে না।

Rana Gaon, Offbeat travel destination in North Bengal

সিনারিকেও হার মানাবে এই গ্রামের জৌলুস

উত্তরবঙ্গ গিয়েছেন অথচ দার্জিলিং ঘোরেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তবে অনেকেই জানেন না, এই দার্জিলিংয়ের কাছে একেবারে ছবির মতো সুন্দর একটি গ্রাম আছে। অফবিট বলে সেখানে পর্যটকদের তেমন ভিড় দেখা যায় না। অথচ সৌন্দর্যের দিক থেকে রীতিমতো দার্জিলিংকে টেক্কা দেয়। সেই গ্রামের নাম হল রানা গাঁও (Rana Gaon)। নামচি থেকে ভীষণ কাছে অবস্থিত এই গ্রামে গেলে পাহাড়, জঙ্গল এবং ঝর্ণার স্বাদ একসঙ্গেই পাবেন। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে আপনি ধরতেও পারবেন না।

Rana Gaon, Offbeat travel destination in North Bengal

কীভাবে যাবেন-কোথায় থাকবেন?

দার্জিলিং থেকে একেবারে কাছে অবস্থিত স্বপ্নের মতো সুন্দর এই গ্রাম। যাতায়াতের জন্য খুব সহজেই গাড়ি পেয়ে যাবেন। সেই সঙ্গেই এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে। থাকা-খাওয়া মিলিয়ে জনপ্রতি ১৮০০-২০০০ টাকা মতো খরচ পড়বে। তাহলে আর দেরি কীসের! এবার পুজোয় বাক্স-প্যাটরা নিয়ে বেরিয়ে পড়বেন নাকি এই দুই মনোরম গ্রামের উদ্দেশে?