• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বটু সোনাই প্রথম নয়! রইল ছোটপর্দায় মেয়ে সেজে নজরকাড়া ৬ অভিনেতাদের তালিকা

Updated on:

Femous actors of bengali serial who plays female charector on screen

TV Actors who played Female character sin Bengali Serials : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছেন ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়াল। এই ধারাবাহিকে তিন্নি রানীর বটু সোনা ওরফে বটব্যাল পুলিশের চোখে ধুলো দিয়ে ফুল মাসি সেজে এসে উঠেছে দত্তবাড়িতে। আর এই ফুল মাসির সাজে তার লুক প্রকাশ্যে আসতেই কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের অনেকেই তার চরিত্রের সাথে মিল খুঁজে পেয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা অভিনীত বিন্দু মাসি চরিত্রের।

অনেকেই রসিকতা করে লিখেছেন ‘বাংলা সিনেমার বিন্দু মাসি চরিত্রের মেল ভার্সন বিন্দু মেসো, এবার এলো বাংলা সিরিয়ালে। তবে এখানে বলে রাখি এই বটু সোনা অভিনেতা প্রদিপ ধর কিন্তু একা নন, এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা তাঁর আগেও বাংলা সিরিয়ালের চিত্রনাট্যের প্রয়োজনে শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে মহিলা সেজে মন জয় করেছেন দর্শকদের। আসুন দেখে নেওয়া যাক জনপ্রিয় সেই অভিনেতাদের তালিকা।

প্রদীপ ধর (Prodip Dhar): এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘নীম ফুলের মধু’ সিরিয়ালের বটু সোনা অভিনেতা প্রদীপ ধর। বর্তমানে তিন্নির ফুল মাসির ছদ্মবেশ নিয়ে ফাটিয়ে অভিনয় করছেন এই অভিনেতা। তার সাথে ইদানিং বাংলা সিনেমার জনপ্রিয় চরিত্র ‘বিন্দু মাসি’র তুলনা তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

বিশ্বনাথ বসু (Biswanath Basu): টলিউড ইন্ডাস্ট্রিতে কৌতুক অভিনেতা হিসাবেই পরিচিত অভিনেতা বিশ্বনাথ বসু। বাংলা  সিনেমার পাশাপাশি মাঝেমধ্যেই বাংলা সিরিয়ালেও অভিনয় করেন তিনি। ইদানিং জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালনা করতেও দেখা যাচ্ছে এই অভিনেতাকে। এই চ্যানেলেরই জনপ্রিয় সিরিয়াল ‘জীবনসাথী’তে একবার মহিলা সেজেছিলেন তিনি।

আরও পড়ুনঃ আর বিয়ে করতে চাই না, তিনবার বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

সৌরভ চ্যাটার্জী (Sourav Chatterjee): বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন সৌরভ চ্যাটার্জী।এই মুহূর্তে তিনি অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’য়। একসময় তিনিই স্টার জলসারই  জনপ্রিয় মেগা সিরিয়াল ‘চুনি -পান্না’য় মহিলা সেজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ, বিছানায় বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন! কি জানাচ্ছেন চিকিৎসকরা?

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

দিবজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta): এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকরা তাঁকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’সিরিয়ালের সূর্য নামেই চেনেন। এক সময় তিনি সুপারহিট বাংলা সিরিয়াল ‘চুনি পান্না’য় সালোয়ার কামিজ পরে মেয়ে সেজেছিলেন। এই ধারাবাহিকে দিব্যজ্যোতির নায়িকা হয়েছিলেন সন্ধ্যাতারা খ্যাত সন্ধ্যা অভিনেত্রী অন্বেষা হাজরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

প্রতীক সেন (Pratik Sen): বাংলা সিরিয়ালের সুপারস্টার বলা হয় তাঁকে। তাই দশর্শকমহলে প্রতীকের জনপ্রিয়তার কথা আলাদা করে বলার  প্রয়োজন পড়ে না। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার এক্কা দোক্কা সিরিয়ালে ডক্টর অনির্বান গুহর চরিত্রে। তবে জীবনের প্রথম সিরিয়াল ‘খোকাবাবু’তে গল্পের প্রয়োজনে ‘কান্তা বাই’ নামের এক মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

উদয় প্রতাপ সিং(Uday Pratap Singh):  বর্তমানে জি বাংলারনীম ফুলের মধু’ সিরিয়ালে দত্তবাড়ির ছোট ছেলে চয়ন চরিত্রে অভিনয় করছেন উদয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ছদ্মবেশ,Disguise,বৌদি,Sister in Law,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,দিবজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,প্রতীক সেন,Pratik Sen,বিশ্বনাথ বসু,Biswanath Basu,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অভিনেতা,Actors,প্রদীপ ধর,Prodip Dhar

একসময় এই চ্যানেলেই ‘কি করে বলবো তোমায় ‘ সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এই ধরাবাহিকেই চরিত্রের প্রয়োজনে বান্টি বৌদি নামের এক মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন উদয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥