• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সঙ্গীত দুনিয়ায় শোকের ছায়া! মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত এই জনপ্রিয় গায়ক

কথাতেই আছে নিঃশ্বাসের নেই বিশ্বাস। চলতি বছরই যেমন আচমকা মৃত্যুর (Death) কোলে ঢলে পড়েছেন বিনোদন ইন্ডাস্ট্রির বহু তারকা (Celebrity)। কেউ দুর্ঘটনা, কেউ আবার শারীরিক অসুস্থতার কারণে প্রাণ হারিয়েছেন। বিনোদন দুনিয়ায় মৃত্যু মিছিল অবশ্য এখনও থামেনি। মঙ্গলবার সকালেই যেমন প্রাণ হারিয়েছেন জনপ্রিয় এক গায়ক (Singer)

গত বছর সঙ্গীত দুনিয়ার ওপর দিয়ে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ীর মতো কিংবদন্তি দুই তারকাকে হারিয়ে কার্যত অভিভাবহীন হয়ে পড়েছিল বলিউড (Bollywood) মিউজিক ইন্ডাস্ট্রি। সেই শূন্যতা এখনও পূরণ হয়নি। এসবের মাঝেই আজ খবর এল, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি (Raju Punjabi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

   

Raju Punjabi, Raju Punjabi death

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন হরিয়ানার এই জনপ্রিয় গায়ক। জন্ডিস হয়েছিল তাঁর। সেই জন্য রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাঁকে ডিসচার্জও করে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করার পর আর শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, আজ ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গায়ক।

আরও পড়ুনঃ ‘গদর ২’ ব্লকবাস্টার হলেও পথে বসবেন সানি দেওল! ঋণের দায়ে নিলামে উঠল অভিনেতার বাড়ি

রাজুর অকালমৃত্যুতে শোকের পাহাড় ভেঙে পড়েছে তাঁর পরিবারের ওপর। স্ত্রী এবং তিন মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন হরিয়ানার সঙ্গীত জগতের এই নামী তারকা। ইতিমধ্যেই গায়কের অন্তিম দর্শনের জন্য হিসার গ্রামে আত্মীয় স্বজন এবং অনুরাগীরা উপস্থিত হতে শুরু করে দিয়েছে। আজ বিকেলে গায়কের পৈতৃক ভিটেয় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

আরও পড়ুনঃ বিশ্ব সুন্দরী হয়েও অবিবাহিত, ‘সন্তানরা চায় না আমি বিয়ে করি’! ৪৭ পেরিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

Raju Punjabi, Raju Punjabi death

প্রসঙ্গত, হরিয়ানা ছাড়া রাজস্থানেও প্রচুর ফ্যান ফলোয়িং ছিল রাজুর। বিশেষত স্বপ্না চৌধুরীর সঙ্গে তাঁর জুটি ব্যাপক হিট ছিল। দু’জনে একসঙ্গে প্রচুর গান উপহার দিয়েছেন শ্রোতাদের। রাজুর গাওয়া হিট গানের তালিকায় রয়েছে ‘সলিড বডি’, ‘তু চিজ লাজবাব’, ‘স্যান্ডেল’ সহ একাধিক গানের নাম। তাঁর গাওয়া শেষ গান রিলিজ করেছিল গত ১২ আগস্ট। হাসপাতালে ভর্তি থাকাকালীনই নিজের নতুন গান রিলিজ করেছিলেন রাজু। তখন কেউ ভাবেনি এটাই তাঁর জীবনের শেষ গান হয়ে যাবে!

site