• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্ব সুন্দরী হয়েও অবিবাহিত, ‘সন্তানরা চায় না আমি বিয়ে করি’! ৪৭ পেরিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

Published on:

Bollywood actress Sushmita Sen reveals why she never got married

Reason Why Sushmita Sen is still Unmarried : বলিউড (Bollywood) অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) এর বয়স যেন দিন দিন কমছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর গ্ল্যামারও বাড়ছে। তাঁকে দেখে কে বলবে আর ৩ বছর পর ৫০ হয়ে যাবে! যেমন সুন্দরী, তেমনই আকর্ষণীয় ব্যক্তিত্ব- সুস্মিতার প্রেমে পাগল বহু পুরুষ। অভিনেত্রীর জীবনে প্রেমও এসেছে বহুবার। তবে কোনও প্রেমই ছাদনাতলা (Marriage) অবধি গড়ায়নি।

সুস্মিতা কেন বিয়ে করেননি এই প্রশ্ন বহুবার জেগেছে অভিনেত্রীর অনুরাগীদের মনে। তবে এতদিন অবধি এই নিয়ে কখনও খোলামেলা কথা বলেননি তিনি। অবশেষে এত বছর পর এই নিয়ে মুখ খুললেন বঙ্গ তনয়া। অভিনেত্রী জানিয়েছেন, মেয়েদের জন্যই তিনি বিয়ে করতে পারেননি।

Sushmita Sen, Why Sushmita Sen never got married

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় সুস্মিতা বলেন, ‘ওঁরা কখনও নিজের বাবাকে মিস করে না। কারণ ওঁদের কখনও বাবা ছিলই না। কারণ তুমি এমন জিনিস মিস করো যেটা তোমার কাছে কখনও ছিল। আর এখন যখন আমি ওঁদের বিয়ের কথা বলি, ওঁরা বলে, কেন? কী জন্য বিয়ে করবে? আমাদের বাবা লাগবে না’

আরও পড়ুনঃ শাহরুখের দেখাদেখি ভোলবদল! ন্যাড়া মাথা সালমানকে দেখে চমকে উঠলেন ভক্তরা

সুস্মিতার জানান, এরপর তিনি মেয়েদের বলেন ‘তোমাদের বাবার দরকার না থাকলেও আমার স্বামীর দরকার হতেই পারে। আসলে ওঁদের বাবার কোনও প্রয়োজনই নেই। ওঁদের কাছে ওঁদের তাতা (সুস্মিতার বাবা) আছে। উনিই ওঁদের কাছের বাবার মতো’।

আরও পড়ুনঃ ‘গদর ২’ ব্লকবাস্টার হলেও পথে বসবেন সানি দেওল! ঋণের দায়ে নিলামে উঠল অভিনেতার বাড়ি

Sushmita Sen, Why Sushmita Sen never got married

প্রসঙ্গত, সুস্মিতার দুই মেয়ে আছে। তাঁদের নাম হল রেনে (Renee Sen) এবং আলিশা (Alisha Sen)। বড় মেয়ে রেনেকে যখন অভিনেত্রী দত্তক নিয়েছিলেন সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। এরপর ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে বাড়ি নিয়ে আসেন সুস্মিতা। এরপর থেকে দুই মেয়েকে ঘিরেই আবর্তিত হয় বলি নায়িকার জীবন। মেয়েদের সঙ্গে মায়ের মতো নয়, বরং বান্ধবীর মতো মেশেন তিনি। মেয়েদের সম্মতি ছাড়া জীবনের কোনও সিদ্ধান্ত নেন না বঙ্গ তনয়া। আর শুধুমাত্র মেয়েদের মুখের দিকে তাকিয়েই বিয়ে করার স্বপ্নও ত্যাগ করেছেন সুস্মিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥