• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইংরেজিতে বুলি ছুটলেও আসলে পড়াশোনায় লবডঙ্কা! শ্রীদেবীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা হতাশাজনক

Published on:

Bollywood actress Sridevi children educational qualification

Sridevi Children Educational Qualification: বলিউড (Bollywood) সুপারস্টার শ্রীদেবীর সন্তানরাও (Sridevi Children) মায়ের দেখানো পথে হেঁটে অভিনয় জগতে পা রেখেছেন। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor) শীঘ্রই ডেবিউ করতে চলেছেন। এছাড়া শ্রীদেবীর দুই সৎ ছেলেমেয়ে অর্জুন (Arjun Kapoor) এবং অংশুলাও (Anshula Kapoor) বিনোদন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে এ তো নাহয় গেল অভিনয়ের কথা, তবে শ্রীদেবীর চার সন্তান কতদূর পড়াশোনা (Educational Qualification) করেছেন জানেন? তাঁদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

অর্জুন কাপুর (Arjun Kapoor): বলিউডে প্রায় এক দশক কাটিয়ে ফেললেও এখনও সুপারস্টার হয়ে উঠতে পারেননি অর্জুন। শ্রীদেবীর সৎ থেকে আর্য মন্দির স্কুলে পড়াশোনা করতেন। তবে মা-বাবার ডিভোর্সের ফলে তিনি এতটাই মানসিক চাপে পড়ে গিয়েছিলেন যে দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি।

Arjun Kapoor, Arjun Kapoor education qualification, Sridevi children education qualification

অংশুলা কাপুর (Anshula Kapoor): বনি কাপুরের বড় মেয়ে অংশুলাই কেবলমাত্র অভিনয়ে জগতে পা রাখেননি। তবে বলিউডের একাধিক পার্টিতে দেখা যায় তাঁকে। অংশুলা ঋত্বিক রোশনের এক্সট্রিম কোম্পানির অপারেশনাল ম্যানেজার পদে কাজ করেন। এছাড়া তিনি গুগল ইন্ডিয়ার জন্যেও কাজ করেছেন। অর্জুনের বোন ফ্যানকাইন্ডের প্রতিষ্ঠাতা। অংশুনা ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে পড়াশোনা করে নিউ ইয়র্কের বার্নার্ড কলেজ থেকে স্নাতক হয়েছেন।

Anshula Kapoor, Anshula Kapoor education qualification, Sridevi children education qualification

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor): শ্রীদেবীর বড় মেয়ে অভিনয়ের মতো পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন। অংশুলার মতো জাহ্নবীও ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে পড়েছেন। শোনা যায়, দ্বাদশ শ্রেণিতে ৮৬% নম্বর পেয়েছিলেন জাহ্নবী। এরপর ক্যালিফোর্নিয়ার স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন জাহ্নবী।

Janhvi Kapoor, Janhvi Kapoor education qualification, Sridevi children education qualification

খুশি কাপুর (Khushi Kapoor): শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশি শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি।

Khushi Kapoor, Khushi Kapoor education qualification, Sridevi children education qualification

খুশি ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে স্নাতক হয়েছেন শ্রীদেবীর ছোট মেয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥