• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ মাসের মাথায় ভেঙেছিল সংসার! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী এখন কোথায় রয়েছে জানেন?

Published on:

Bollywood actor Mithun Chakraborty first wife Helena Luke where is she now

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood) তো বটেই, একসময় বলিউডেও (Bollywood) রাজত্ব করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করা এই বঙ্গ তনয়ের অনুরাগী রয়েছে গোটা বিশ্বে। একটা সময় ছিল যখন নিজের অভিনয়ের মাধ্যমে গোটা বলিউডে শাসন করেছেন তিনি। তাঁর সঙ্গে এক সিনেমায় অভিনয়ের জন্য মুখিয়ে থাকতেন তাবড় তাবড় নায়িকারা।

এই জনপ্রিয় সুপারস্টারের ব্যক্তিগত জীবনও কম রঙিন নয়। দু’বার বিয়ে করেছেন অভিনেতা। ‘জুদাই’ ছবির নায়িকা হেলেনা লিউককে (Helena Luke) প্রথমে বিয়ে করেছিলেন তিনি। ‘আও প্যায়ার করে’, ‘সাথ সাথ’, ‘দো গুলাব’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন হেলেয়না। শোনা যায়, মিঠুনের সঙ্গে প্রথম আলাপেই প্রেমে পড়ে গিয়েছিলেন হেলেনা। এরপর একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা।

Mithun Chakraborty first wife, Helena Luke

তবে মিঠুনের এই বিয়ের কথা অনেকেই জানেন না। শোনা যায়, একপ্রকার লুকিয়েই বিয়ে করেছিলেন হেলেনা এবং মিঠুন। তবে মাত্র ৪ মাসের মাথাতেই ভেঙে যায় তাঁদের সংসার। প্রথম স্ত্রী (First Wife) হেলেনার সঙ্গে বিয়ে ভাঙার পর যোগিতা বালিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন মিঠুন। অপরদিকে বিয়ে ভাঙার পর বলিউডের থেকেও মুখ ফিরিয়ে নেনে হেলেনা।

এখন এক এয়ারলাইন্সে কাজ করেন মিঠুনের প্রথম বউ। নিউ ইয়র্কে থাকেন তিনি। নতুন পরিবারও হয়েছে হেলেনার। লাইমলাইট থেকে দূরে নিজের জীবনে সুখী রয়েছেন এককালের এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী।

Mithun Chakraborty first wife, Helena Luke

অপরদিকে হেলেনার সঙ্গে সংসার ভাঙার পর যোগিতা বালির সঙ্গে আলাপ হয় মিঠুনের। অল্প সময়ের মধ্যেই তাঁদের পরিচয় প্রেমের আকার নেয়। এরপর বিয়ের পিঁড়িতে বসেন দু’জনে। এখন চার ছেলেমেয়েকে নিয়ে ভরা সংসার তাঁদের।

Mithun Chakraborty first wife, Helena Luke

তবে এ তো নাহয় হল বিয়ের গল্প। তবে বিয়ের আগেও কিন্তু কম সম্পর্কে জড়াননি মিঠুন। হেলেনাকে বিয়ের আগে অভিনেত্রী সারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। এছাড়া শ্রীদেবীর সঙ্গে তাঁর রসায়ন নিয়ে তো আজও চর্চা শোনা যায়। শোনা যায়, ‘মিস ইন্ডিয়া’ নায়িকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥