• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাস্তায় নাট্যাভিনয় থেকে বলিউডের জাঁদরেল ভিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘গুন্ডাস্বামী’ অভিনেতা?

Where is Famous Bollywood Villian Deepak Shirke Now : ‘প্রলয়নাথ গুন্ডাস্বামী’ থেকে শুরু করে ‘আন্না শেট্টি’- বলিউডের (Bollywood) একাধিক ব্লকবাস্টার ছবিতে ভিলেনের (Villain) চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করেছেন অভিনেতা দীপক শিরকে (Deepak Shirke)। নব্বইয়ের দশক থেকে ২০০৫ সাল পর্যন্ত চুটিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। অমরীশ পুরীর পরবর্তী সময়ে সদাশিব এবং দলীপ তাহিলদের সঙ্গে ‘ভিলেনগিরি’ ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন দীপক।

ভারী গলা, টকটকে লাল চোখ- ভিলেন হওয়ার সমস্ত ‘গুণ’ ছিল ‘গুন্ডাস্বামী’ (Pralaynath Gendaswamy) দীপকের মধ্যে। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যান তিনি। যদিও এখন হিন্দি ছবিতে খুব একটা দেখা যায় না অভিনেতাকে। শোনা যায়, নিজের ভুলেই নাকি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া বন্ধ হয়েছিল দীপকের। কী ছিল সেই ভুল, যে কারণে ইন্ডাস্ট্রির টপ ভিলেন থেকে নিমেষে হারিয়ে যান অভিনেতা?

   

Deepak Shirke, Bollywood villain Deepak Shirke, Pralaynath Gendaswamy

মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম দীপকের। ৬৬ বছর বয়সী এই অভিনেতা কোনোদিন অভিনয় জগতে আসতে চাইতেন না। বরং তাঁর ইচ্ছা ছিল পুলিশ অফিসার হওয়ার। তবে কয়েক বছরের মধ্যেই দীপকের ভালোলাগা বদলে যায়। ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকৃষ্ট হতে থাকেন তিনি। আসলে দীপকের স্কুলের পিছনেই একটি নাট্যমঞ্চ ছিল। সেখানে নিত্যদিন নাট্যকর্মীরা রিহার্সাল করতেন। একদিন ঘুরতে ঘুরতে সেখানে চলে যান তিনি।

নাট্যকর্মীদের অভিনয় দেখে একেবারে মুগ্ধ হয়ে যান দীপক। এরপর মাঝেমধ্যেই সেখানে যাওয়া শুরু করেন তিনি। গল্প করতেন, অভিনয় দেখতেন। কয়েক মাস পর সেই নাট্যমঞ্চে অভিনয় করতে আসা এক দলে যোগ দেন দীপক। এভাবেই একদিন রাস্তায় নাটক করতে করতে ভাগ্য খুলে যায় অভিনেতার। নামী পরিচালক গোবিন্দ নিহালনির নজরে পড়েন দীপক। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আক্রোশ’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি।

আরও পড়ুনঃ IIT টপার! কোটি টাকার চাকরি ছেড়ে আজ বলিউড কাঁপাচ্ছেন এই ৬ তারকা

Deepak Shirke, Bollywood villain Deepak Shirke, Pralaynath Gendaswamy

বলিউডে ডেবিউ করার সঙ্গে সঙ্গেই অবশ্য সাফল্য পাননি দীপক। ছোটখাটো চরিত্রে অভিনয় করছিলেন তিনি। প্রায় ১০ বছর পর অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ ছবিতে খলনায়ক ‘আন্না শেট্টি’র চরিত্রে অভিনয় করার সুযোগ পান দীপক। এরপরেই খুলে যায় তাঁর ভাগ্য। একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করা সত্ত্বেও ২০০৫ সালের পর থেকে দীপকের অভিনয়ের সুযোগ কমতে শুরু করে। ২০১০ সাল থেকে আস্তে আস্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ কেন ছোট থেকে আজও একই হেয়ার স্টাইল আরাধ্যার? আসল কারণ চমকে দেওয়ার মত!

Deepak Shirke, Bollywood villain Deepak Shirke, Pralaynath Gendaswamy

শোনা যায়, ২০০০ সালের পর থেকে বলিউড সিনেমার কাহিনী এবং ছবি তৈরির পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল। তথাকথিত ভিলেনের ধারণা আস্তে আস্তে মুছতে শুরু করে। দীপক যে ধরণের ভিলেনের চরিত্রে অভিনয় করতেন, সেই চরিত্রের চাহিদাও তখন কমছিল। সেই কারণে তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসাও কমে যায়। হিন্দি-মারাঠি মিলিয়ে একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করা দীপককে এখন মারাঠি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়। পাশাপাশি কিছু মারাঠি সিনেমা এবং ওয়েব সিরিজেও ছোটখাটো রোলে দেখা যায় তাঁকে।