• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

IIT টপার! কোটি টাকার চাকরি ছেড়ে আজ বলিউড কাঁপাচ্ছেন এই ৬ তারকা

Published on:

Bollywood actors who were passed from IIT

বলিউডে এমন অনেক তারকা (Bollywood Actor) রয়েছেন যারা স্কুলের গণ্ডিটুকুও অতিক্রম করেননি। আবার এমনও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা পড়াশোনায় তুখোড় ছিলেন। আইআইটির (IIT) মতো সম্মানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করেছেন  তাঁরা। অনেকে তো মোটা মাইনের চাকরি অবধি পেয়ে গিয়েছিলেন। কিন্তু সব ছেড়ে আজ বলিউডে অভিনয় করছেন। চলুন দেখে নেওয়া যাক বি টাউনের এমনই ৬ অভিনেতার (IIT Bollywood Actors) নাম।

জীতেন্দ্র কুমার (Jitendra Kumar) : ওয়েব সিরিজের হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু জীতেন্দ্র ওরফে ‘জিতু ভাইয়া’র। এখন বলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি। ‘পিচার্স’, ‘কোটা ফ্যাক্টরি’, ‘পঞ্চায়েত’র মতো ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’, ‘জাদুগর’ ছবিতেও অভিনয় করেছেন জীতেন্দ্র। দর্শকদের প্রিয় ‘জিতু ভাইয়া’ খড়গপুর আইআইটি থেকে বিতেক পাশ করেছেন।

Jitendra Kumar, Bollywood actors from IIT

অমল পরাশর (Amol Parashar) : জীতেন্দ্রর মতো অমলও ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। ‘ট্রিপলিং’ সিরিজে ‘চিত্বন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এই অমল আইআইটি দিল্লির ছাত্র ছিলেন। একটি নামী সংস্থায় মোটা মাইনের চাকরিও পেয়ে গিয়েছিলেন তিনি। তবে সেসব ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন অমল।

Amol Parashar, Bollywood actors from IIT

নীতিশ তিওয়ারি (Nitesh Tiwari) : বলিউডের জনপ্রিয় পরিচালক নীতিশ তিওয়ারিও একজন আইআইটিয়ান। ‘ভুতনাথ রিটার্নস’, ‘দঙ্গল’, ‘ছিছোরে’ খ্যাত এই পরিচালক আইআইটি বোম্বের ছাত্র ছিলেন। ১৯৯৬ সালে পাশ করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ কেন ছোট থেকে আজও একই হেয়ার স্টাইল আরাধ্যার? আসল কারণ চমকে দেওয়ার মত!

Nitesh Tiwari, Bollywood actors from IIT

মনসুর খান (Mansoor Khan) : বলিউডের নামী পরিচালক মনসুর খানও আইআইটি থেকে পড়াশোনা সম্পূর্ণ করেছেন। আইআইটি বোম্বে থেকে স্নাতক হয়েছিলেন তিনি। এরপর মোটা মাইনের চাকরির দিকে না গিয়ে সিনেমা পরিচালনাকে পেশা হিসেবে বেছে নেন মনসুর।

আরও পড়ুনঃ পাস্টিক সার্জারি নয়, গরম জল আর ওটস খেয়েই সুন্দরী! মেয়ে নাইসার সিক্রেট ফাঁস করলেন মা কাজল

Mansoor Khan, Bollywood actors from IIT

অরুণাভ কুমার (Arunabh Kumar) : টিভিএফের নাম আমরা অনেকেই শুনেছি। ভারতের প্রথম ওয়েব সিরিজের জন্ম তাদের হাত ধরে। ‘ট্রিপলিং’ থেকে শুরু করে ‘পঞ্চায়েত’ হয়ে ‘গুল্লক’- একাধিক আইকনিক সিরিজের উপহার দিয়েছে এই সংস্থা। এই টিভিএফের সিইও হলেন অরুণাভ। পাশাপাশি তিনি একজন অভিনেতাও। এই অরুণাভ আইআইটি খড়গপুরের ছাত্র ছিলেন।

Arunabh Kumar, Bollywood actors from IIT

বিপুল গোয়েল (Vipul Goyal) : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যাপক জনপ্রিয় বিপুল গোয়েল। জনপ্রিয় এই কমেডিয়ানের অগুনতি অনুরাগী রয়েছে। তবে অনেকেই জানেন না, তিনি একজন আইআইটিয়ান।

Vipul Goyal, Bollywood actors from IIT

বিপুল আইআইটি বোম্বে থেকে স্নাতক হয়েছিলেন। এরপর মোটা মাইনের চাকরির পিছনে না ছুটে নিজের পেশা বদলে নেন তিনি। আজ কমেডিয়ান হিসেবে গোটা দেশে ব্যাপক জনপ্রিয় বিপুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥