• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে ব্যর্থ হলেও ব্যবসায় সেরা! অমিতাভ বচ্চনের গোপন জামাই আজ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী

Amitabh Bacchan’s Son in Law : বলিউড (Bollywood) অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে রোজ মুম্বইয়ে পা রাখেন প্রচুর উঠতি অভিনেতা-অভিনেত্রী। সকলেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু হতেগোনা কয়েকজনই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পান। অনেকসময় আবার প্রতিভা থাকা সত্ত্বেও অকালেই হারিয়ে যান বহু শিল্পী। এমনই একজন অভিনেতা হলেন কুণাল কাপুর (Kunal Kapoor)

কেরিয়ারের শুরুতেই বহু হিট ছবিতে অভিনয় করেছিলেন কুণাল। এর মধ্যে নাম রয়েছে সুপারহিট ‘রঙ দে বসন্তী’ (Rang De Basanti), ‘ডিয়ার জিন্দগি’ (Dear Zindagi), ‘লাগা চুনরি মে দাগ’ (Laga Chunari Mein Daag), ‘আজা নাচলে’র (Aaja Nachle) মতো সিনেমার। অভিনেতা হিসেবে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কয়েক বছরের মধ্যেই বলিউড থেকে হারিয়ে যান কুণাল।

   

Kunal Kapoor, Kunal Kapoor unknown facts

তবে অভিনেতা হিসেবে কাঙ্খিত সাফল্য না পেলেও কুণালের আরও একটি পরিচয় রয়েছে। তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সম্ভ্রান্ত বচ্চন পরিবারের (Bachchan Family) জামাই। অমিতাভের (Amitabh Bachchan) ভাইঝি নয়না বচ্চনের (Naina Bachchan) স্বামী তিনি। ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এরপর থেকে সুখে সংসার করছেন দু’জনে।

আরও পড়ুনঃ প্রিয় বান্ধবীর নামে কলঙ্ক! সংসারে আগুন লাগিয়ে বন্ধুর বরকে বিয়ে করেছে এই ৫ বলি অভিনেত্রী

শোনা যায়, একটি ফ্যাশান শোয়ে নয়না-কুণালের প্রথম আলাপ হয়েছিল। এরপর থেকে একাধিকবার স্বামীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অমিতাভের ভাইঝি। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় সেশেলে খুব গোপনে বিয়ে করেছিলেন কুণাল এবং নয়না। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু মানুষজনকে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘আদর্শ ছেলে’র জলজ্যান্ত উদাহরণ! বাবার জন্য সুনীল শেট্টির আত্মত্যাগের কাহিনী চোখে জল আনার মত

Kunal Kapoor and Naina Bachchan

বলিউড অভিনেতা হিসেবে তেমন সাফল্য না পেলেও ব্যবসায়ী হিসেবে কিন্তু আজ ভীষণ সফল অমিতাভের জামাই। কুণালের একটি ক্রাউড ফান্ডিং সংস্থা রয়েছে। দরিদ্র মানুষদের খাবার সহ চিকিৎসার নানান সুযোগ সুবিধা প্রদান করে এই সংস্থা। এখনও পর্যন্ত প্রায় ১০৯ কোটি টাকা ক্রাউড ফান্ডিং করে তুলেছে কুণালের সংস্থা ‘কেটো’। কুণাল নিজে জানিয়েছিলেন, তাঁর সংস্থার মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন।

site