• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রিয় বান্ধবীর নামে কলঙ্ক! সংসারে আগুন লাগিয়ে বন্ধুর বরকে বিয়ে করেছে এই ৫ বলি অভিনেত্রী

Updated on:

Sridevi to Raveena Tandon Bollywood actresses who married their best friend’s husband

Actress Who Married Best Friedns Husband : কথায় আছে, ভালোবাসার (Love) সামনে আর কিছুর জোর খাটে না। একবার কাউকে মন দিয়ে ফেললে সেই মন ফিরিয়ে নেওয়া ভীষণ মুশকিল। বলিউড ইন্ডাস্ট্রিতেও এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) আছেন যারা ভালোবাসার চক্করে নিজের প্রিয় বান্ধবীর (Best Friend) সংসার অবধি ভেঙে দিয়েছেন। বেস্ট ফ্রেন্ডের স্বামীর (Husband) সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৫ নায়িকার নাম।

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- ১৯৯১ সালে ‘পত্থর কে ফুল’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রবীনা। নব্বইয়ের দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তিনি। কেরিয়ার শুরু করার প্রায় ১৩ বছর পর, ২০০৪ সালে অনিল থাডানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীনা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, রবীনার প্রিয় বান্ধবী নাতাশার স্বামী ছিলেন অনিল।

Raveena Tandon and Anil Thadani, Bollywood actresses who married their best friend's husband

হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)- ‘কোই মিল গয়া’য় শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন হংসিকা। এখন অবশ্য তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী হয়ে গিয়েছেন। সেই হংসিকাও নিজের প্রিয় বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন। শোনা যায়, জনপ্রিয় এই অভিনেত্রী তাঁর স্বামী সোহেল কাঠুরিয়ার প্রথম বিয়েতে কব্জি ডুবিয়ে খেয়ে এসেছিলেন।

আরও পড়ুনঃ বিশ্বভ্রমণ করলেও কেন জন্মভূমি কাশ্মীরে যান না শাহরুখ খান? কারণটা সত্যিই চোখে জল আনার মত

Hansika Motwani and Sohael Kathuriya, Bollywood actresses who married their best friend's husband

আরও পড়ুনঃ সৌন্দর্যে দীপিকা-ঐশ্বর্যও ফেল! বলিউডের এই ৫ পরিচালকের সুন্দরী স্ত্রীদের দেখলে চোখ ফেরানো দায়

অমৃতা অরোরা (Amrita Arora)- মালাইকা অরোরার দিদি অমৃতা অভিনেত্রী হিসেবে তেমন সাফল্য পাননি। হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অমৃতাও নিজের প্রিয় বান্ধবী নিশা রানার স্বামীকে বিয়ে করেছেন।

Amrita Arora and Shakeel Ladak, Bollywood actresses who married their best friend's husband

শ্রীদেবী (Sridevi)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর প্রেমে পাগল ছিলেন বহু পুরুষ। আজ অবশ্য অভিনেত্রী আমাদের মধ্যে নেই। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যায়, বনি কাপুরও শ্রীদেবীর প্রেমে পাগল ছিলেন। অভিনেত্রীর জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। জানিয়ে রাখি, বনিকে বিয়ে করার আগে অবধি শ্রীদেবী এবং তাঁর সতীন মোনা ভালো বন্ধু ছিলেন।

Boney Kapoor and Sridevi, Bollywood actresses who married their best friend's husband

সোনিয়া কাপুর (Sonia Kapoor)- হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন সোনিয়া। ২০১৮ সালে বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়াকে বিয়ে করেন তিনি।

Himesh Reshammiya and Sonia Kapoor, Bollywood actresses who married their best friend's husband

সোনিয়া হলেন হিমেশের দ্বিতীয় স্ত্রী। এর আগেও একবার বিয়ে করেছিলেন গায়ক। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, হিমেশের প্রথম স্ত্রী কোমল এবং সোনিয়া একসময় প্রিয় বান্ধবী ছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥