• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অম্বানির বউকেও ছাড়েননি! শিল্পপতির স্ত্রীয়ের সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন রাজেশ খান্না

Published on:

Even after marriage Bollywood actor Rajesh Khanna was in relationship with Mrs Ambani

Rajesh Khanna’s relation with Ambani’s wife: বলিউড (Bollywood) সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna) এমন একজন অভিনেতা ছিলেন যার প্রেমে পাগল ছিল বহু মহিলা। সাধারণ অনুরাগী তো বটেই, অনেক বলিউড নায়িকাও তাঁর প্রেমে পাগল ছিলেন। শুনলে অবাক হবেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই অভিনেতার প্রেমে হাবুডুবু খেতেন শিল্পপতি অম্বানির বউও (Mrs Ambani)! আজকের প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।

রাজেশ খান্নার ফিল্মি কেরিয়ার যতটা বর্ণিল ছিল, ততটাই রঙিন ছিল তাঁর ব্যক্তিগত জীবন। একাধিক নায়িকার সঙ্গে প্রেম সম্পর্কে জড়ানোর পর হাঁটুর বয়সী ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) সঙ্গে সংসার পাতেন অভিনেতা। যদিও বিয়ের পরেও রাজেশের পরকীয়া কিন্তু থামেনি। বিবাহিত অবস্থাতেই অম্বানির স্ত্রী তথা অভিনেত্রী টিনা মুনিমের (Tina Munim) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা।

Rajesh Khanna and Tina Munim, Rajesh Khanna and Mrs Ambani

অঞ্জু মহেন্দ্রর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে টিনার সঙ্গে সম্পর্কে জড়ান রাজেশ। তাঁর এই সম্পর্কের কথা মোটামুটি সকলেরই জানা ছিল। টিনা এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি বলিউডে পা রাখার মাত্রই তাঁর সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেতা। অপরদিকে টিনাও রাজেশের প্রেমে পাগল ছিলেন। স্বাভাবিকভাবেই খুব কম সময়ের মধ্যে সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে।

১৯৮৩ সালে ‘সওতন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রাজেশ এবং টিনা। এরপর একে অপরের সঙ্গে আরও বহু ছবিতে অভিনয় করেন দু’জনে। ‘ফিফটি-ফিফটি’, ‘আলাগ আলাগ’, ‘আখির কিউ’র মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল রাজেশ এবং টিনাকে। প্রথমে তাঁদের প্রেমের খবর চাপা থাকলেও পরে অবশ্য তা প্রকাশ্যে এসে গিয়েছিল।

আরও পড়ুনঃ নতুন ‘মহানায়ক’ পেল বাংলা! শুভশ্রী-সায়ন্তিকা সহ এই তারকাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

Rajesh Khanna and Tina Munim, Rajesh Khanna and Mrs Ambani

আরও পড়ুনঃ রাস্তায় নাট্যাভিনয় থেকে বলিউডের জাঁদরেল ভিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘গুন্ডাস্বামী’ অভিনেতা?

এরপর রাজেশের জীবনে এমন একটা সময় আসে যখন তিনি স্ত্রী ডিম্পল কাপাডিয়ার থেকে আলাদা থাকতে শুরু করেন। স্ত্রীকে ছেড়ে টিনার সঙ্গে লিভ ইন করতে শুরু করেন অভিনেতা। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে টিনা রাজেশকে বিয়ের জন্য জোরাজুড়ি করতেই অভিনেতা আপত্তি করতে শুরু করেন। তা দেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

রাজেশের সঙ্গে ব্রেক আপের পর ক্যালিফোর্নিয়ায় চলে যান টিনা। এরপর অম্বানি বংশের ছোট ছেলে অনিলকে বিয়ে করেন অভিনেত্রী। অপরদিকে রাজেশ এবং ডিম্পল আলাদা থাকলেও কখনও ডিভোর্স নেননি। তবে বৈবাহিক সম্পর্ক শেষ না হলেও তাঁদের সম্পর্কের উন্নতি কোনোদিন হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥