• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আরিয়ান থেকে অনন্যা গাঁজা খাওয়ায় তো ওস্তাদ কিন্তু লেখাপড়া! রইল গুনধর ৮ তারকা সন্তানের শিক্ষাগত যোগ্যতা

গত কয়েকদিন ধরেই বিটাউন উত্তাল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদক যোগ নিয়ে। ২৫ দিন জেল খেটে গত শনিবার মন্নত ফিরেছেন তিনি। শুধু আরিয়ানই নন এই আবহেই মাদক কান্ডে নাম জড়িয়েছে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডেরও (Ananya Panday) ।

ঠিক এমনই বলিউড তারকাদের মতোই জনপ্রিয় তাদের সন্তানেরাও৷ কেউ কেউ এখনও পর্যন্ত বলিউডে পা না রাখলেও, বাবা মায়ের থেকে জনপ্রিয়তার দৌড়ে কোনোও অংশেই পিছিয়ে নেই। আজ রইল ৮ জন বলিউডের তারকা সন্তানের শিক্ষাগত যোগ্যতা।

   

আরিয়ান খান

Aryan khan,ananya panday,khusi kapoor,suhana khan,educational qualification,আরিয়ান খান,অনন্যা পান্ডে,খুশি খাপুর,শিক্ষাগত যোগ্যতা,বলিউড

আরিয়ান খান বিদেশে পড়াশোনা করেছেন লন্ডনের সেভেনোকস হাই স্কুলে। এর পরে, তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে যান।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে Ananya Panday

 

বলিউড অভিনেত্রী অনন্যা তার স্কুলিং করেছেন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। পরে, তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস থেকে স্নাতক সম্পন্ন করেন।

খুশি কাপুর

Khushi Kapoor paired her blue sports bra + track pants with her favourite fuzzy pink Givenchy slides | Vogue India

জাহ্নবী কাপুরের ছোট বোন খুশিও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। তারপরে, তিনি অভিনয় দক্ষতা শেখার জন্য নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে নথিভুক্ত হন।

সুহানা খান

Shahrukh Khan daughter suhana khan pool side photoshoot by mother gauri khan

শাহরুখ খানের মেয়ে এবং আরিয়ান খানের ছোট বোন সুহানাও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে, তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ কোর্স করছেন।

জাহ্নবী কাপুর

Janhavi Kapoor

বলিউড অভিনেত্রী জাহ্নবী ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। পরে, তিনি অভিনয়ের কোর্স করার জন্য লস অ্যাঞ্জেলেসের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে যান।

সারা আলি খান

Aryan khan,ananya panday,khusi kapoor,suhana khan,educational qualification,আরিয়ান খান,অনন্যা পান্ডে,খুশি খাপুর,শিক্ষাগত যোগ্যতা,বলিউড

বলিউড অভিনেত্রী সারা মুম্বাইয়ের বেসান্ট মন্টেসরি স্কুলে পড়াশোনা করেছেন। তিনি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।

মাদকের নেশা থেকে আতঙ্কবাদী হামলা! সঞ্জয় দত্ত, রিয়া চক্রবর্তী সহ এই ৬ তারকাদের জুটেছে হাজতবাস 

ইব্রাহিম আলী খান

Ibrahim Ali Khan Saif Ali Khan

সারার ভাই ইব্রাহিম ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি লন্ডনের একটি বোর্ডিং স্কুলে তার পরবর্তী শিক্ষা গ্রহণ করছেন।

নেশাখোরদের ভিড়েও রয়েছে একাধিক সুপুরুষ ও নারী, বলিউডের এই ৮ তারকা দূরেই থাকেন মদ থেকে

নভ্যা নাভেলি নন্দা

নাভ্য নাভেলি নন্দ Navya Naveli Nanda

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা লন্ডনের সেভেনোকস স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন। তিনি 2020 সালে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক হন।