• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে শ্রদ্ধার্ঘ্য দুর্নিবারের! আসছে নতুন গান ‘কমিক্স কান্ড’

নারায়ণ দেবনাথ মানেই এক ঝলমলে ছেলেবেলা৷ বাঙালি শিশুদের পাঠ্যবইয়ের ফাঁকে লোকানো থাকত হাঁদা ভোদা, নন্টে ফন্টে, থেকে বাঁটুল দি গ্রেট। কিংবা রবিবার সকালে পড়াশোনা লাটে তুলে বাচ্চারা বসে যেত টেলিভিশনে তাঁর সৃষ্ট কার্টুন চরিত্র গুলিকে চলতে ফিরতে দেখবে বলে। কিন্তু সেই রঙিন ছেলেবেলার সব স্মৃতি আবছা করে দিয়ে গত ১৮ ই জানুয়ারি না ফেরার দেশে চলে গিয়েছেন নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর৷

বিগত বেশ কিছু সময় ধরেই বার্ধ্যক্যজনতি সমস্যায় ভুগছিলেন বাংলার ছবি দাদু। গত ২৪ শে ডিসেম্বর অসুস্থার জেরে এই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীন কার্টুনিস্টকে। বর্ষীয়ান এই প্রতিভাবান শিল্পীর চিকিৎসায় সবরকম ভাবে পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। কিন্তু মৃত্যুর আগের দিন রাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় নারায়ণ দেবনাথের। ফলস্বরূপ, ডাক্তারদের তরফে সব রকম চেষ্টা করা হলেও চিকিৎসায় সাড়া দেননি বর্ষীয়ান শিল্পী।

   

দুর্নিবার সাহা,নারায়ণ দেবনাথ,গান,Durnibar Saha,Narayan Devnath,song

তাঁর চলে যাওয়ায় মন ভারি হয়ে উঠেছে গোটা বাংলার। এবার সেই প্রবাদপ্রতিম কার্টুনিস্টকেই নিজের মতো করে শ্রদ্ধা জানালেন বাংলার প্রতিষ্ঠিত গায়ক দুর্নিবার সাহা। গানের নাম ‘কমিক্স কান্ড’, বর্ষীয়ান শিল্পীর মৃত্যুর পর থেকেই এই গানের পরিকল্পনা সেরে রেখেছিলেন দুর্নিবার, সদ্য সেই গানের ভিডিও শ্যুটিং ও সেরে ফেললেন গায়ক।

দুর্নিবার মীনাক্ষী Durnibar Minakkhi

প্রখ্যাত গীতিকার ও সুরকার উৎপাল দাসের কথা ও সুরে গান বাঁধছেন দুর্নিবার। এই গানের মাধ্যমে নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে দুর্নিবার জানিয়েছেন, ‘ নারায়ণ দেবনাথ সৃষ্ট বিভিন্ন কার্টুন ক্যারেক্টার গুলিই গানের বিষয়। তিনি অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়েই, এটিই আমাদের গানের বিষয়। তার থাকা থাকার ভবিষ্যৎ নিয়েই নতুন গান ‘কমিক্স কান্ড’।