• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ক্রিপ্ট পেয়েও রিজেক্ট, কেন জিৎ-র সাথে কাজ করতে চান না দেব? অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা

Published on:

Dev Jeet might be seen in one movie again if good script comes

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) প্রতিযোগিতা নতুন কিছু নয়। আর তাছাড়া বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা চাপা প্রতিযোগিতা চলতেই থাকে। তবে সবটা তারা বাইরে প্রকাশ করেননা। আবার কেউ কেউ প্রকাশ্যেই লড়াই করেন। টলিউড থেকে বলিউড সব খানেই এই প্রতিযোগিতার রেষ দেখা যায়। যেমন বলিউডের দুই প্রতিদ্বন্ধি শাহরুখ খান (Shahrukh Khan) আর সালমান খান (Salman Khan)। দুই খান তাদের মাঝের মনকষাকষি মিটিয়ে সম্প্রতি ধরা দিয়েছেন একসাথে।

একে অপরের সিনেমায় ক্যামিও করতে দেখা গেছে তাদের। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে একছত্র ভাবে রাজ করছেন বলা যায় অভিনেতা দেব। গল্পে, অভিনয়ে জমজমাট ব্লকব্লাস্টার সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়ে চলেছেন। বিরাম নেননি। তার ঝুলি এখন যেন কোনো জাদুগরের জাদু টুপি। তবে বাংলা ইন্ডাস্ট্রির মানুষ যেমন দেবকে (Dev) ভালোবাসেন তেমনই জিৎকেও (Jeet) ভালোবাসেন।

Dev Jeet Together

একের পর এক অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। দর্শক অধীর অপেক্ষায় আছেন কবে এই দুই সুপারস্টারকে একসাথে পর্দায় দেখা যাবে। দুই পৃথিবী সিনেমার পর থেকে আর এই অভিনেতাদের একসাথে দেখা যায়নি। তবে দেব ইন্ডাস্ট্রির ছোট থেকে বড় অনেকের সাথেই ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করেছেন। এমনকি নতুন ট্যালেন্টদের সুযোগও করে দিয়েছেন।

কিন্তু দর্শকের এই আশা পূরণে ক্ষেত্রে নিরুত্তর কেন অভিনেতা। কবে দেখা যাবে তাকে আর অভিনেতা জিৎ কে এক স্ক্রিনে? এই প্রশ্ন বারংবার উঠতেই মুখ খুললেন অভিনেতা। তিনি এক নামি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘দুই পৃথিবীর পর আমার আর জিতের ছবি আসেনি মানে যে একেবারেই আসবেনা তা নয়। কিন্তু সেরকম ভালো সাবজেক্ট তো পেতে হবে। যেখানে আমরা দুইজনেই নিজেদের জায়গাটা খুঁজে পাবো।’

সূত্রের খবর অনুযায়ী, এর আগে একবার দেবের কাছে একটি অফার এসেছিল, কিন্তু গল্প অভিনেতার পছন্দ হয়নি তাই নাকোচ করে দিয়েছিলেন। এছাড়াও অভিনেতা আরও জানান, আমি কারও নাম নিচ্ছি না, কিন্তু একজন বড় পরিচালক একটি স্ক্রিপ্ট এনেছিলেন। কিন্তু গল্পটা আমার ভালো লাগেনি।’ তাদের একসাথে কবে দেখা যায় সেই প্রশ্নের উত্তর দর্শক স্পষ্ট না পেলেও তারা নিজেদের মতুন প্রজেক্ট নিয়ে পর্দায় ফিরছেন। সামনে দেবের ‘বাঘা যতীন’ ও অভিনেতা জিতের ‘মানুষ’ মুক্তি পেতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥