• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষ্মী ভান্ডারের টাকাতেই হবে পুজোর শপিং! রইল সস্তায় আলিয়ার মত সুন্দরী হওয়ার হদিশ

Published on:

Durga Pujo special Alia Bhatt chiffon saree and kurti 

পুজোর (Durga Pujo) বাদ্যি বেজে গিয়েছে। তাই এই মুহূর্তে পুজোর কেনাকাটা (Festival Shopping) চলছে জোর কদমে। পুজোর কটা দিন নিজেকে সবার থেকে একেবারে আলাদা করে তোলার জন্য প্রত্যেক বছরই সকলের নজর থাকে পুজোর ফ্যাশনে ইন ট্রেন্ডিং এবং একইসাথে স্টাইলিশ জামাকাপড়ের দিকে। তাই গ্রাহকদের চাহিদার কথা ভেবেই প্রত্যেক বছর থাকে পুজো স্পেশাল এক গুচ্ছ আউটফিট।

তবে এ বছরের পুজোয় বাজার কাঁপাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর (Alia Bhatt) শিফন শাড়ি (Chiffon Saree) এবং আলিয়া কাট কুর্তা (Alia Cut Kurta)। আমজনতা তো বটেই তাবড়  ফ্যাশানিস্তারাও ঝুঁকছেন এই ধরনের সাধারণ অথচ সুন্দর শাড়ি এবং কুর্তার দিকে। তাই অনলাইন হোক কিংবা অফলাইন সমস্ত ধরনের পুজোর কেনাকাটাতেই এখন থাকছে আলিয়া স্টাইলের শাড়ি কুর্তা। কিছুদিন আগেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর সিং।

Durga Pujo special Alia Bhatt chiffon saree and kurti

সেই সময় গোলাপি রঙের শিফনের শাড়ি পরেছিলেন আলিয়া। আলিয়ার সেই শাড়ি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলি অভিনেত্রীর সেই একরঙা  শিফনের শাড়িই এবার ঢুকে পড়েছে পুজোর বাজারে।  ঐসময় আলিয়া যে গোলাপি রঙের শিফনের শাড়ি পরেছিলেন তার ডিজাইন করেছিলেন বলিউডের বিখ্যাত সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।

আরও পড়ুনঃ কোনটা কিনি কোনটা ছাড়ি! মাত্র ৩০০ টাকায় পুজোর ট্রেন্ডিং শাড়ি, রইল এমনই বাজারের হদিশ

তাঁর হাতের জাদুতেই সাধারণ শাড়িও আলিয়ার সাজে এনে দিয়েছিল আলাদা মাত্রা। তবে শুধু শাড়ি নয়, এবারের পুজোর ফ্যাশনে ইন আলিয়া কাট কুর্তাও। গর্ভবস্থার সময় থেকেই চর্চায় আলিয়ার  ঢিলাঢলা কুর্তা। পুনিত বালানার ডিজাইন করা সেই কুর্তাও এ বছরের পুজোয় দারুন ট্রেন্ডিং।

আরও পড়ুনঃ বেঁচে যাবে পার্লারের খরচ! বাড়িতে বানিয়ে এভাবে হেয়ার প্যাক ব্যবহার করলেই বন্ধ হবে চুল পড়া

Durga Pujo special Alia Bhatt chiffon saree and kurti

এখন পুজোর বাজারেও বিক্রি হচ্ছে মনীশ মালহোত্রার ডিজাইন করা শিফনের শাড়ির মতোই শাড়ি। যা দেখতে প্রায় একই রকম হলেও গুণগত মানে যে আপোষ করতে হবে সেকথা এক প্রকার নিশ্চিত। আলিয়া স্টাইলের এই শিফনের শাড়ি এখন বাজারে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। তবে কেউ যদি আরও  কম দামে কিনতে চান তাহলে তাকে যেতে হবে বড় বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটে। সেখানকার পাইকারি দোকানগুলিতে এই শাড়িপাওয়া যাবে ৭০০ টাকায়।

তবে সেক্ষেত্রে শাড়ির মান যে ভালো হবে না একথা এক প্রকার নিশ্চিত। একইভাবে বাজারে পাওয়া যাচ্ছে আলিয়া কাট কুর্তাও। যা বাজারে এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে। কিন্তু যদি তার চেয়েও কম দামে কেউ কিনতে চান তাহলে তাকেও যেতে হবে বড় বাজারের পাইকারি দোকানে। সেখানে গেলে এই কুর্তা ৫০০ টাকাতেও পেয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে কুর্তার মান ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥