• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুব ইচ্ছাছিল মেয়ের মা হওয়ার, দীপঙ্করের পাশে বসেই আক্ষেপ দোলন রায়ের

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল দীপঙ্কর দে (Deepankar De) এবং দোলন রায়ের (Dolon Roy) জুটি। টলিপাড়ার চর্চিত জুটিগুলির মধ্যেও থাকে তাঁদের নাম। বিদেশে নাটক করতে গিয়ে দু’জনের বন্ধুত্বের সূত্রপাত। বন্ধুত্বই পরে আকার নেয় প্রেম। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জনে।

সবমিলিয়ে প্রায় ৩০ বছরের সম্পর্ক দীপঙ্কর এবং দোলনের। জীবনের সকল চড়াই-উৎরাইয়ে একে অপরের পাশে থেকেছেন তাঁরা। বহু জুটির কাছে অনুপ্রেরণা তাঁদের ভালোবাসা। তবে এতকিছুর পরেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে দোলনের মনে। সব কিছু ঠিক থাকলেও অভিনেত্রীর মনে রয়ে গিয়েছে একটা আক্ষেপ। বা বলা ভালো, একটি সুপ্ত বাসনা।

   

Dolon Roy wants to become a mother

একবার একটি রিয়্যালিটি শোয়ে গিয়ে নিজের মনের এই সুপ্ত ইচ্ছার কথা ফাঁস করেছিলেন দোলন। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে গিয়ে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সময় তাঁর পাশে বসেছিলেন দীপঙ্কর।

বেশ কিছু সময় আগে শাশ্বতর শোয়ে গিয়ে দোলন বলেছিলেন, ‘আমার মেয়ের মা হতে খুব ইচ্ছা হয়। আমি আমার মায়ের খুব কাছের। এখন মায়ের বয়স হয়ে গিয়েছে। সব কিছু তো ভাগ করে নেওয়া যায় না। মেয়ে থাকলে বন্ধুর মতো বেশ মিশতাম। মনের সব কথা ভাগ করতাম। আমি যদি মা হতাম তাহলে বেশ বন্ধুর মতো মা হতাম’।

Deepankar De and Dolon Roy

মা হওয়ার বাসনার কথা বলতে বলতে কিছুটা চোখ ছলছল করে উঠেছিল দোলনের। সেই সময় পাশেই বসেছিলেন দীপঙ্কর। যদিও একথা বলার পর খানিক চুপ করে গিয়েছিলেন তিনিও। এরপর পরিবেশ হালকা করার জন্য অন্য প্রসঙ্গে কথা শুরু হয়।

দীপঙ্করকে প্রশ্ন করা হয়, অভিনেতা থেকে নেতা হওয়ার ইচ্ছা কি কখনও হয়েছিল তাঁর? বর্ষীয়ান অভিনেতার স্পষ্ট জবাব, ‘আমার রাজ্যসভা বেশ ভালোলাগে। পার্লামেন্ট না। আর সিনেমার যারা পার্লামেন্টের সদস্য হয়েছেন, তাঁদের কেরিয়ারের একেবারে সর্বনাশ হয়েছে। কিন্তু রাজ্যসভায় যদি কেউ ডাকত তাহলে যেতে পারতাম। কিন্তু কেউ বলেনি তাই আমিও যাইনি’।

site