• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোন রূপে দোলনকে দেখে মুগ্ধ হয়েছিলেন দীপঙ্কর? এতদিনে দাম্পত্য সিক্রেট জানালেন অভিনেত্রী

Published on:

Dolon Roy shared married life secrets with Dipankar Dey

বছর দুয়েক আগে প্রায় হাঁটুর বয়সী দোলন রায়কে (Dolon Roy) বিয়ে করেছেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। তার আগে অনেকটা সময় একসঙ্গে ছিলেন দু’জনে। এখন সুখে সংসার করছেন টলিপাড়ার এই তারকাজুটি। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

দীপঙ্করের এটা প্রথম বিয়ে নয়। এর আগে একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। তবে দোলন সম্প্রতি জানিয়েছেন, তিনি দীপঙ্করের বিবাহবিচ্ছেদের জন্য দায়ী নন। তিনি অভিনেতার সংসার ভাঙেননি। বরং প্রথম স্ত্রীয়ের সঙ্গে দীপঙ্করের ছাড়াছাড়ি হওয়ার বেশ কয়েক বছর পর দোলনের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়।

Dipankar Dey and Dolon Roy

সেই কারণে ‘সতীন’র সঙ্গে কখনও কোনও বিবাদ হয়নি দোলনের। আর দ্বিতীয় বিয়ের পর কোনও মানসিক কষ্টও ভোগ করতে হয়নি বর্ষীয়ান অভিনেতাকে। দোলন জানান, প্রথম স্ত্রীকে ‘বাঙালি বউ’ হিসেবে কখনও পাননি দীপঙ্কর। অভিনেত্রীর কথায়, ‘আমার স্বামী দীপঙ্কর প্রথম স্ত্রীকে কখনও পুজো দিতে দেখেননি। বাঙালি বউ কেমন হয় সেটা তিনি জানতেনই না। তাই আমি যখন আটপৌড়ে শাড়ি পরে পুজো করি, লক্ষ্মীর পাঁচালী পড়ি, উনি তন্ময় হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন। সেই তাকিয়ে থাকার একটা শান্তি আছে। আমি স্বস্তি পাই। এটুকু আমি দিতে পেরেছি দেখে শান্তি হয়’।

 আরও পড়ুনঃ ‘স্বামী’ বলে মানেন মনে-প্রাণে! উত্তম কুমার নয়, সাবিত্রী চ্যাটার্জীর আসল স্বামী কে জানেন?

এর আগে এক সাক্ষাৎকারে দোলন বলেছিলেন, তাঁর আদর্শ হলেন দিলীপ কুমার-সায়রা বানু। তিনি চিরকাল অভিনেতার জীবনে সায়রা বানু হয়েই থাকতে চান। অভিনেত্রীর কথায়, ‘মানুষটা আমায় পরিপূর্ণ করেছেন। দরকার পড়লে শাসনও করেছেন। আমি সবটাই সাদরে গ্রহণ করেছি, দায়িত্ব নিয়েছি’।

Dipankar Dey and Dolon Roy

আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

দোলনের সংযোজন, ‘আমি চাই মানুষটা সুস্থ থাকুক। অনেক কাজ করুক। অভিতাভ যদি পারেন দীপঙ্করও পারবেন। দিলীপ কুমার-সায়রা বানু আমার আদর্শ। দিলীপ কুমারকে যেভাবে ৯৮ বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন সায়রা, আমিও সেটা চাই। দীপঙ্করের জীবনে আমি সায়রা বানু হয়ে থাকতে চাই… ওঁর সব শোক আমার হোক, বদলে আমার আনন্দ ওঁর হোক… এর থেকে বেশি আমার কোন চাহিদা নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥