• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘স্বামী’ বলে মানেন মনে-প্রাণে! উত্তম কুমার নয়, সাবিত্রী চ্যাটার্জীর আসল স্বামী কে জানেন?

Published on:

Apart from Uttam Kumar Sabitri Chatterjee had an affair with actor Sarbendra Singh

কখনও মজার ছলে, কখনও আবার দুঃখের সুরে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) বহুবার বলেছেন, ‘আমি যখনই কারোর প্রেমে পড়েছি, তখনই কিছুদিন পর জানতে পেরেছি তিনি বিবাহিত’। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চেও একথা শোনা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর মুখে। মুখে একগাল হাসি নিয়ে কথাটি বললেও তার মধ্যে যে কতখানি বেদনা লুকিয়ে আছে তা শুধুমাত্র টলিপাড়ার ‘সাবুদি’ই জানেন। ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রেমের কথা অনেকেই জানেন। তবে আপনি কি জানেন, ‘মহানায়ক’র পরেও অভিনেত্রীর জীবনে অনুরাগের ছোঁয়া এনেছিলেন এক অভিনেতা।

উত্তম কুমার (Uttam Kumar) এমন একজন অভিনেতা যার জীবনে প্রেম এসেছে বহুবার। ব্যক্তিগত জীবনে গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতার। সহ-অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা একটা সময়। পরবর্তীকালে সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ‘মহানায়ক’র (Mahanayak)। তবে এসবের মাঝে একজনের ভালোবাসার কাছে বারবার নতজানু হয়েছেন অভিনেতা, তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

Sabitri Chatterjee remembered Uttam Kumar on his birthday

শোনা যায়, উত্তম কুমারকে ভালোবেসে চিরকুমারী থেকে যান সাবিত্রীদেবী। অপরদিকে মহানায়কও কখনও মানতে পারেননি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তাঁর প্রিয় ‘সাবু’র। সেই জন্য নাকি ভেস্তে দিতেন অভিনেত্রী সম্বন্ধ। ‘মহানায়ক’র সঙ্গে অভিনেত্রীর প্রেমের এই কাহিনী কমবেশি অনেকেই জানেন। তবে উত্তম কুমারের পরেও সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনে ভালোবাসার ছোঁয়া নিয়ে এসেছিলেন এক অভিনেতা। তিনি হলেন সর্বেন্দ্র সিং (Sarbendra Singh)

আরও পড়ুনঃ রেলের চাকরি ছেড়ে অভিনয়, মেনে নেয়নি পরিবার! খরাজ মুখার্জির জীবনকাহিনীই যেন আস্ত সিনেমা

উত্তম কুমারের মতো সর্বেন্দ্রবাবুও বিবাহিত ছিলেন। তবে ‘মহানায়ক’র মতো মতো সাফল্য তিনি পাননি। একটা সময় নেশায় বুঁদ হয়ে সারাক্ষণ সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে পড়ে থাকতেন তিনি। মাদকাসক্তির কারণে ভীষণ পেটে ব্যথা হতো তাঁর। অভিনেত্রী সেই যন্ত্রণা কমানোর অনেক চেষ্টা করেছিলেন। এমনকি তাঁর অস্ত্রোপচারের সকল ব্যবস্থাও করে দেন। মুম্বইয়ে অস্ত্রোপচার হয়েছিল সর্বেন্দ্রবাবুর। সাবিত্রীদেবী আশা করেছিলেন, ভালোবাসার মানুষের সঙ্গে একটা মাস মুম্বইয়ে কাটাবেন। তবে এমনটা হয়নি। স্ত্রীকে নিয়েই মায়ানগরী গিয়েছিলেন অভিনেতা। তবে মনে মনে কিন্তু একে অপরকে ‘স্বামী-স্ত্রী’র মর্যাদা দিয়ে দিয়েছিলেন সর্বেন্দ্র-সাবিত্রী।

Sabitri Chatterjee was in a relationship with Sarbendra Singh

আরও পড়ুনঃ জুটেছিল ‘ফ্লপমাস্টার’ তকমা, ছাড়তে চেয়েছিলেন অভিনয়! এই ৭ ছবিই বদলে দেয় উত্তম কুমারের জীবন

কারোর ঘর ভাঙতে চান না বলে দূর থেকেই সর্বেন্দ্রকে ভালোবেসেছেন সাবিত্রীদেবী। নিজের আত্মজীবনী ‘সত্যি সাবিত্রী’-তে এই অভিনেতাকেই ‘স্বামী’র মর্যাদা দিয়েছেন অভিনেত্রী। সর্বেন্দ্রবাবু যখন প্রয়াত হন সেই সময় তাঁর ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি সাবিত্রী চট্টোপাধ্যায়কে। এমনকি ফুলের মালাটুকু দিতে পারেননি তিনি। সারা জীবনের মতো শেষ বেলাতেও দূর থেকেই ভালোবাসা পাঠিয়েছিলেন মনের মানুষের উদ্দেশে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥