ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই অধিকাংশ মানুষের যে জিনিসের দরকার হয় তা হল টুথপেস্ট (Toothpaste)। এমন অনেক মানুষ আছেন যারা দাঁত না মেজে কথা অবধি বলেন না! কারোর কারোর আবার ব্রাশ না করলে ঠিকঠাক ঘুম আসে না! যে টুথপেস্ট আমাদের রোজনামচার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা অংশ, তার সম্বন্ধে একটি জিনিস জানেন না অনেক মানুষ।
কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজা হবে তা নিয়ে প্রত্যেকেরই কিছু পছন্দ-অপছন্দ থাকে। তবে কোন টুথপেস্ট নিজের দাঁতের জন্য ভালো সেটা জানেন না বেশিরভাগ মানুষ। অথচ টুথপেস্টের টিউব (Toothpaste Tube) একটু খুঁটিয়ে দেখলেই কিন্তু জেনে নেওয়া যায় সেকথা। কীভাবে? সেকথা আজ তুলে ধরা হল এই প্রতিবেদনে।
টুথপেস্ট কেনার সময় টিউবের নীচের অংশ একটু খুঁটিয়ে দেখলেই সেখানে লাল, কালো, নীল এবং সবুজের রঙের বর্গাকার বাক্স চোখে পড়ে। কখনও কি ভেবে দেখেছেন, এই বাক্সগুলি কেন থাকে? এর কাজ কী? অনেক মানুষই জানেন না, রঙিন এই বাক্সগুলির কিন্তু বিশেষ অর্থ রয়েছে। একবার যদি এই মানে জেনে যান তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন টুথপেস্ট আপনার দাঁতের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর।
আরও পড়ুনঃ শুধুমাত্র বুদ্ধিমানরাই পারে! দেখুন তো ছবির উপকরণ দেখে সুন্দরী মহিলার নাম বলতে পারেন কি না?
আসলে টুথপেস্টের টিউবে থাকা এই রঙিন বাক্সগুলি এর ভালো-মন্দ সম্পর্ক জানান দেয়। পেস্ট কেনার আগে আপনি যদি সেটা না দেখেন তাহলে আপনার দাঁতের ক্ষতি হতে পারে। কোন রঙের বাক্সের মানে কী? চলুন তা দেখে নেওয়া যাক।
টুথপেস্টের টিউবে যদি কালো রঙের বাক্স থাকে তাহলে বুঝতে হবে এতে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহৃত হয়েছে। তাই এই ধরণের টুথপেস্ট ব্যবহার না করাই উচিত। অপরদিকে যদি লাল রঙের বাক্স থাকে তাহলে বুঝবেন, এটি মিশ্র। অর্থাৎ এই টুথপেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গে নানান ধরণের রাসায়নিক ব্যবহৃত হয়েছে।
আরও পড়ুনঃ ট্রাকের পিছনে কেন লেখা থাকে ‘হর্ন ওকে প্লিজ’? রোজ দেখলেও ৯৯% লোকেই জানে না আসল কারণ
নীল এবং সবুজ রঙের বাক্স থাকলে তার মানে কী জানেন? টুথপেস্টের টিউবের নীচের অংশে যদি নীল রঙের বাক্স থাকে তাহলে বুঝবেন, এই পেস্টে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি ওষুধ মেশানো আছে। অপরদিকে যদি সবুজ বাক্স থাকার অর্থ হল এর মধ্যে কোনও প্রকার রাসায়নিক কিংবা ওষুধ মেশানো হয়নি। শুধুমাত্র প্রাকৃতিক উপাদান রয়েছে।