• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুমাত্র বুদ্ধিমানরাই পারে! দেখুন তো ছবির উপকরণ দেখে সুন্দরী মহিলার নাম বলতে পারেন কি না?

Updated on:

Brain Teaser Look at the two symbols and say what is the name of this young girl

সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরণের মস্তিষ্কের ধাঁধা (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। এমন অনেকেই আছেন যারা এই ধাঁধাগুলি সমাধান করতে বেশ ভালোবাসেন। যদিও সবাই যে শেষ পর্যন্ত সক্ষম হন এমনটা নয়। শুনতে অবাক লাগলেও অধিকাংশ মানুষই শেষ পর্যন্ত হার স্বীকার করতে বাধ্য হব।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই ধরণের ধাঁধা (Emoji Puzzle) সমাধান করলে আপনি ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারবেন। সেই সঙ্গেই এটি বিচক্ষণ দক্ষতাকেও উন্নত করে এবং এর মাধ্যমে একজন মানুষের আইকিউ লেভেলও পরীক্ষা করা যায়। তবে জানিয়ে রাখা প্রয়োজন, ধাঁধা বলেই এগুলি সমাধানের জন্য গাণিতিক দক্ষতা কিন্তু লাগে না। একটু ভিন্ন ভাবে চিন্তাভাবনা করলেও বেরিয়ে আসে উত্তর।

Emoji puzzle look at the two symbols and say what is the name of this young girl

আজ আপনার জন্য এমনই একটি মস্তিষ্কের ধাঁধা নিয়ে এসেছি আমরা। সেই ধাঁধার ছবিতে একটি যুবতী মেয়েকে (Young Girl) দেখতে পাওয়া যাচ্ছে। তবে সে একা নেই। তার পাশেই রয়েছে দু’টি সাংকেতিক চিহ্ন (Symbol)। প্রথমটি একটি সুন্দর ঘরের এবং দ্বিতীয়টি একটি চাবির।

বলা হয়েছে, এই দুই সাংকেতিক চিহ্ন জুড়লেই মেয়েটির নাম (Name) জানতে পারা যাবে। চ্যালেঞ্জ সম্পূর্ণ করার জন্য ঘড়ি ধরে ৬ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। দেখুন তো আপনি সাংকেতিক চিহ্ন দু’টি জুড়ে ৬ সেকেন্ডের মধ্যে মেয়েটির নাম বলতে পারেন কিনা!

আরও পড়ুনঃ মাথা চুলকেও খুঁজে পাওয়া দায়! ১০ সেকেন্ডে ব্যাগের মাঝে গ্রিটিং কার্ড খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Emoji puzzle look at the two symbols and say what is the name of this young girl

আরও পড়ুনঃ পারলে জিনিয়াস না পারলে বোকা! দেখুন তো ৫ সেকেন্ডে ছবিতে লুকোনো পাখি খুঁজে পান কি না ?

আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে মেয়েটির নাম বুঝতে পেরে যান তাহলে আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। কিন্তু অনেক ভাবনাচিন্তা করেও শেষ পর্যন্ত যদি আপনি ব্যর্থ হন, তাহলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য এই ধাঁধার উত্তর নিয়ে এসেছি।

ছবিতে মেয়েটির পাশে একটি ঘর এবং একটি চাবির সংকেত দেওয়া আছে। ঘরকে ইংরেজিতে বলে ‘Room’। অপরদিকে চাবিকে বলা হয় ‘Key’। এবার এই দু’টি ইংরেজি শব্দ জুড়ে দিলেই আপনি মেয়েটির নাম পেয়ে যাবেন। ‘Room+Key’= Rumki, অর্থাৎ ছবিতে থাকা যুবতীর নাম হল ‘রুমকি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥