Amrish Puri Unknown Story : বলিউডের (Bollywood) ইতিহাসের সেরা খলনায়কদের (Villain) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে অবশ্যই নাম থাকবে অমরীশ পুরীর (Amrish Puri)। কিংবদন্তি এই অভিনেতা যে কত সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বারবার মন জয় করেছেন দর্শকদের। আজ অমরীশ আমাদের মধ্যে না থাকলেও, নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মনে বেঁচে আছেন।
অমরীশ এমন একজন শিল্পী ছিলেন যাকে ভিলেন হিসেবে পর্দায় দেখেও ভয় পেতেন অনেক দর্শক। নিজের সাবলীল অভিনয়ের সৌজন্যে বছরের পর বছর ধরে রাজত্ব করেছেন ইন্ডাস্ট্রিতে। খলনায়ক হিসেবেই জয় করেছেন দর্শকদের মন। সেই কারণেই আজ অভিনেতার মৃত্যুর এত বছর পরেও বলিউডের সেরা খলনায়কদের মধ্যে গণ্য করা হয় তাঁকে।
বি টাউনের অন্দরে কান পাতলে এখনও অমরীশকে নিয়ে নানান কাহিনী শোনা যায়। তবে অনেকেই হয়তো জানেন না, বলিউডের এই নামী ভিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলেন। কিন্তু তাঁর কপালে অন্য কিছুই লেখা ছিল। আজকের প্রতিবেদনে সেই কাহিনীই তুলে ধরা হল।
আরও পড়ুনঃ টলিউডের প্রথম কমেডি কিং! শেষ বয়সে ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিণতি চোখে জল আনার মত
পর্দার ‘মোগ্যাম্বো’ অমরীশের ভাই ছিলেন মদন পুরী। তিনি প্রায় সাড়ে চারশো ছবিতে কাজ করেছিলেন। কিন্তু যখন নিজের ভাই তাঁর কাছে কাজ চেয়েছিলেন, তখন তিনি ‘না’ করে দেন। মদন বলেছিলেন, ‘তোমার চেহারা নায়কদের মতো নয়’। নিজের ভাইয়ের থেকে একথা শোনার পর থিয়েটারের প্রতি মনোনিবেশ করেছিলেন অমরীশ। সেখানে কাজ করতে করতেই একটি মারাঠি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সেই ছবিতে একজন অন্ধ ব্যক্তির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুনঃ ২ টাকার টিকিটেই ৩৫ কোটি আয়! এখন রিলিজ করলে ‘শোলে’ কত আয় করতো জানেন?
এরপর ‘রেশমা অউর শেরা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অমরীশ। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় ‘মোগ্যাম্বো’র চরিত্রে অভিনয় করে। এখনও পর্যন্ত দর্শকদের মুখে তাঁর ‘মোগ্যাম্বো খুশ হুয়া’ সংলাপটি শোনা যায়।
কয়েক দশক দীর্ঘ কেরিয়ারে বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন অমরীশ। স্থান করে নিয়েছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ভিলেনদের তালিকায়। অবশ্য শুধুমাত্র বলিউডই নয়, বেশ কিছু হলিউড ছবিতেও খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোন্স’ ছবিতে ‘মোলা’ নামের খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল এই কিংবদন্তি অভিনেতাকে। সেখানেও তাঁর অভিনয় ডেকে মুগ্ধ হয়েছিল দর্শকরা।