• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ক্লাস ফাইভেই মা’! ‘দিদি নম্বর ১’এ হাজির ‘ব্যতিক্রমী মা’, কাহিনী শুনে হতবাক খোদ রচনা

Published on:

Didi No 1 Rachana Banerjee shocked to hear contestant Puja Paul’s life story

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম শো-গুলির মধ্যে একটি হল ‘দিদি নম্বর ১’ (Didi No 1)। কত শো এল, কত শো গেল! তবে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা আজও অটুট। রোজ বিকেল ৫টা বাজলেই ‘দিদি’দের গল্প দেখতে টিভির সামনে বসে পড়েন মা-কাকিমারা। শীঘ্রই দিদির মঞ্চে খেলতে দেখা যাবে ‘ব্যতিক্রমী মা’ পূজা পালকে। তাঁর কাহিনী শুনে কুর্নিশ জানাবেন খোদ রচনা!

আট থেকে আশি, জি বাংলার (Zee Bangla) এই শোয়ে প্রতিযোগী হিসেবে খেলতে দেখা গিয়েছে নানান বয়সের মহিলাদের। ‘দিদি নম্বর ১’র মঞ্চে যেমন তারকারা উপস্থিত হন, তেমনই দেখা যায় আমজনতাকেও। প্রত্যেকেই নিজের জীবনযুদ্ধের অজানা কাহিনী তুলে ধরেন দর্শকদের সামনে। এবার যেমন ‘দুই সন্তানে’র মা পূজার (Puja Paul) গল্প জানতে পারবেন দর্শকরা।

Didi No 1 Puja Paul

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘দিদি নম্বর ১’র আসন্ন পর্বের প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে ‘ব্যতিক্রমী মা’ পূজার গল্প শুনে হাঁ হয়ে যেতে দেখা যায় রচনাকে। পূজা বলেন, ‘বায়োলজিক্যালি না হলেও আমি ক্লাস ফাইভে মা হয়ে যাই। এখন আমার ৩ বছরের ছেলে আছে। দুই সন্তানকে একা হাতে মানুষ করছি’।

আরও পড়ুনঃ পর্দায় প্রেমিককে কেড়েছে বোন! বাস্তবে কার সাথে প্রেম করছে ‘গীতা LLB’? নিজেই জানালেন অভিনেত্রী

পূজার কথা শুনে প্রথমে খানিকটা অবাক হয়ে গেলেও পরে নিজেকে সামলে তাঁকে কুর্নিশ জানান রচনা। তবে এই প্রোমো দেখে দর্শকদের মনে উঁকি দিয়েছে হাজারো প্রশ্ন। কোন পরিস্থিতিতে ক্লাস ফাইভে পড়াকালীন মা হয়েছিলেন পূজা? আগামী ৯ ফেব্রুয়ারি তথা শুক্রবারের পর্বে মিলবে সেই উত্তর।

Didi No 1 Rachana Banerjee Puja Paul

প্রসঙ্গত, একসময় নায়িকা হিসেবে টলিউড কাঁপিয়েছেন রচনা। এখন ‘দিদি নম্বর ১’ হিসেবে রাজত্ব করছেন বাংলা টেলিভিশনের। এই শোয়ের দৌলতে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। আজ দর্শকমহলে রচনার পরিচিতি ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা হিসেবেই বেশি।

আরও পড়ুনঃ মৌমিতাকে হাতেনাতে ধরল পর্ণা! তার কাটতেই তুলকালাম দত্ত বাড়ি, টিভির আগেই ফাঁস হাই ভোল্টেজ পর্ব

সঞ্চালনার পাশাপাশি রচনা একজন সফল ব্যবসায়ীও। তাঁর শাড়ির ব্যবসার কথা কমবেশি সকলেই জানেন। বছরখানেক আগে আবার নিজস্ব বিউটি প্রোডাক্ট লঞ্চ করেছিলেন তিনি। কাজের এত ব্যস্ততার মাঝে একটু ফ্রি হলেই ছেলের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। মাঝেমধ্যেই রৌনককে সঙ্গে নিয়ে বিদেশবিভূঁইয়ে ঘুরতে চলে যান রচনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥