• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০ এ পা দিয়েও অষ্টাদশী! শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন ড্রেসেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুললেন রচনা

Updated on:

Rachana Banerjee shares her trip video with friends

টলিউডের (Tollywood) একসময়কার জনপ্রিয় নায়িকা এখন কাঁপাচ্ছেন টেলি দুনিয়া। ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। বছরের প্রায় প্রত্যেকটা দিন এখন ‘দিদি নম্বর ১’র সেটেই কাটে তাঁর। সেই সঙ্গে রয়েছে শাড়ি এবং প্রসাধনী সামগ্রীর ব্যবসাও। তবে এতকিছুর মাঝে একটু সময় পেলেই বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি।

‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালিকার একটি ছোট্ট বান্ধবীদের গ্রুপ রয়েছে। প্রায়ই তাঁরা একসঙ্গে দেশে-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সম্প্রতি যেমন কাজের ফাঁকে নতুন ট্রিপে (Trip) বেরিয়ে পড়েছেন তাঁরা। আর ঘুরতে গিয়েই শাড়ি-ব্লাউজ ছেড়ে একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন রচনা। অভিনেত্রীর এই নতুন লুক দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরাও।

Rachana Banerjee, Rachana Banerjee on young actresses

এমনিতে ‘দিদি নম্বর ১’র মঞ্চে বরাবর রচনাকে শাড়িতেই দেখা যায়। সেই জন্য অভিনেত্রীর কথা উঠলে প্রথমে সেই লুকটাই মাথায় আসে অনেকের। তবে পর্দার বাইরেও তারকাদের একটা জীবন থাকে। রচনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রিয়েল লাইফে শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন পোশাক পরতেও বেশ পছন্দ করেন অভিনেত্রী। বিশেষত ঘুরতে গেলে আধুনিকা অবতারেই ধরা দেন তিনি।

আরও পড়ুনঃ সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা

রচনার সাম্প্রতিক ট্রিপেও ওয়েস্টার্ন পোশাকেই দেখা গিয়েছে তাঁকে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা। সেখানেই পশ্চিমী পোশাকে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি-ব্লাউজ ছেড়ে অভিনেত্রীর এই বোল্ড লুক দেখে নেটিজেনদের একাংশও বেশ অবাক হয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ চয়ন-রুচিরাকে এক করতে হলে সৃজনকে ছাড়তে হবে! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Rachana Banerjee, Rachana Banerjee bold, Rachana Banerjee in western dress

ভিডিওর মাধ্যমে রচনা যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে কখনও জিন্স টপ পরে, কখনও আবার লং স্কার্ট পরে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে ছুটি শুরু’। প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে ইউরোপ ঘুরতে গিয়েছিলেন টলি নায়িকা। তখনও সোশ্যাল মিডিয়ায় ট্রিপের একাধিক ছবি-ভিডিও শেয়ার করেছিলেন তিনি।


রচনার শেয়ার করা ভিডিওয় তাঁকে এমন ওয়েস্টার্ন লুকে দেখে অনুরাগীরা যেমন অবাক হয়েছেন, তেমনই তাঁর ভ্যাকেশন মুড দেখে বেশ খুশিও হয়েছেন। ইতিমধ্যেই অভিনেত্রীর এই নতুন লুক ন্যে চর্চাও শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। কেউ বলছেন, ৪৮’এ এসেও অষ্টাদশীদের টেক্কা দিচ্ছেন অভিনেত্রী, কারোর আবার নজর কেড়েছে রচনার দুর্দান্ত ড্রেসিং সেন্স।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥