• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেআইনি কাজ করে বিতর্কে রচনা! অভিযোগ উঠতেই কী সাফাই দিলেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা?

রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) চেনে না এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া দায়। জি বাংলার (Zee Bangla) ‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালনা করে বাংলার প্রায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। একটা সময় টলিউড (Tollywood) কাঁপানোর পর এখন টেলিভিশনের পর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী। সম্প্রতি সেই রচনাই কালী পুজো উপলক্ষ্যে শো করতে গিয়ে জড়ালেন বিতর্কে।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার আলেয়া ক্লাবে মাচা শো করতে গিয়েছিলেন রচনা। সেদিনের অনুষ্ঠানে মঞ্চে উঠে ৬-৭ গান করেন টলি নায়িকা। তবে বিতর্কে বাঁধে তাঁর গাড়িকে কেন্দ্র করে। রবিবার রচনার সঙ্গে থাকা দু’টি গাড়িতেই ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’র স্টিকার লাগানো ছিল। কোনও রকম সরকারি পদ ছাড়া কীভাবে এই স্টিকার লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন রচনা? ওঠে সেই প্রশ্ন।

   

Rachana Banerjee car sticker controversy

পাশাপাশি জানা যায়, রচনা যে গাড়িটি নিয়ে শো করতে গিয়েছিলেন সেটির লাইসেন্সও ফেল! স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয় জোর বিতর্ক। প্রশ্ন ওঠে, কোনও রকম সরকারি পদে না থাকা সত্ত্বেও কীভাবে এই গাড়ি ব্যবহার করছেন তিনি? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে রচনা বলেন, ‘আমার এই বিষয়ে কিছু জানা নেই। উদ্যোক্তারা আমার যে গাড়ি পাঠিয়েছেন আমি সেটা করেই এসেছি’।

আরও পড়ুনঃ মা কালীর সঙ্গে একটা যোগসূত্র আছে, অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করলেন পর্দার ‘রাঙা বউ’ শ্রুতি দাস

পাশাপাশি কালী পুজোর অনুষ্ঠান সম্পর্কে ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা বলেন, ‘এখানে এসে খুব ভালোলাগছে। সমস্ত আয়োজন খুব ভালো হয়েছে। গ্রামের মানুষদের জন্যই তো আমরা তারকা হয়েছি। এমন অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগে’। স্টিকার বিতর্ক এড়াতে এরপর অভিনেত্রীর গাড়ি থেকে স্টিকার খুলে ফেলেন চালক।

আরও পড়ুনঃ মেঘকে জব্দ করতে টাকার গরম দেখাবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আজকের পর্ব

Rachana Banerjee on car sticker controversy

অপরদিকে স্টিকার বিতর্ক প্রসঙ্গে ক্লাবের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কোনও গাড়ি দিইনি। ওনার কোথাও একটা ভুল হচ্ছে। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছিলেন। উনি ভুল কথা বলছেন’। প্রসঙ্গত, কালী পুজোর অনুষ্ঠানে ধূসর রঙের একটি সালোয়ার কামিজ পরে গিয়েছিলেন রচনা। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই গাড়ি নিয়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।