• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন হাঁটুর বয়সী মেয়েরা? ফাঁস করলেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি

Published on:

Pinky Banerjee reveals why women get attracted to Kanchan Mullick

দু’বার বিয়ে ভেঙেছে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick)। কিছুদিন আগেই শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, শীঘ্রই সামাজিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। বিয়ের সাড়ে সাত বছরের মাথায় প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের সঙ্গে বিচ্ছেদ হয় কাঞ্চনের। এরপর অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) হাত ধরে নতুন জীবন শুরু করেন অভিনেতা। সদ্য সেই বিয়েও ভেঙেছে। এবার প্রায় ২৭ বছরের ছোট শ্রীময়ীর হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৫৩ বছরের তারকা।

শোনা যায়, কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা বাড়িতে স্পষ্ট বলেছিলেন, ‘বিয়ে করলে কাঞ্চন মল্লিককেই করব’। পিঙ্কিকেও ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা। প্রথম দুই বিয়ে ভাঙার পর হাঁটুর বয়সী শ্রীময়ীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। কেন বারংবার কাঞ্চনের প্রেমে পড়ে মেয়েরা? সম্প্রতি একথা ফাঁস করেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নিজে।

Pinky Banerjee on Kanchan Mullick

রোগা-পাতলা চেহারা, ফোর প্যাক কিংবা সিক্স প্যাক নেই কাঞ্চনের। নিন্দুকদের কথায়, নায়কসুলভ চেহারার গড়ন নয় তাঁর। তবে অভিনেতার চোখ দু’টি বুদ্ধিদীপ্ত। সেই সঙ্গেই খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তিনি। সুন্দর ভাবে কথা বলেই মেয়েদের মন জয় করে নেন কাঞ্চন। এমনটাই জানিয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি।

আরও পড়ুনঃ ‘দু-তিনটে বিয়ে থাকতেই পারে’! নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী

আসলে কাঞ্চনের নরম স্বভাব এবং সুন্দর কথার গুণেই আকৃষ্ট হয়েছিল পিঙ্কিও। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেন দু’জনে। কাঞ্চন তাঁর থেকে অনেকটাই সিনিয়র ছিলেন। তখন সদ্য সদ্য অনিন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতার। মধ্যাহ্নভোজের বিরতির সময় খাবারদাবার না খেয়ে কেবলমাত্র সিগারেট খেতেন কাঞ্চন।

Kanchan Mullick Pinky Banerjee with their son

অভিনেতার এই বদঅভ্যাস দেখে বেশিদিন মুখ বন্ধ রাখতে পারেননি পিঙ্কি। একদিন খানিক ধমক দিয়েই কাঞ্চনকে বলেছিলেন, আপনি এটা কী করছেন? খাবারদাবার না খেয়ে ছাইপাশ খাচ্ছেন? পিঙ্কির এই খোলামেলা স্বভাব ভালোলেগে যায় কাঞ্চনের। কয়েকদিন পরেই তাঁকে বিয়ের জন্য প্রোপোজ করেন অভিনেতা।

আরও পড়ুনঃ ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে, তারপরেই হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী? নেটপাড়ায় ভাইরাল ছবি ঘিরে শুরু জল্পনা

পিঙ্কি বলেন, ‘আসলে মানুষটার ফেসভ্যালু অনেক। খুব সুন্দরভাবে কথা বলে মনে ছুঁয়ে ফেলতে পারেন তিনি। আমার মনটাও ছুঁয়েছিলেন। এভাবেই হয়তো তিনি মেয়েদের মন জিতে নিতে পারেন’। সম্প্রতি কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, স্নেহ এবং ভালোবাসা দিয়ে কাঞ্চন তাঁকে আগলে রেখেছেন। অপরদিকে আইনি বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী উদ্দেশে একটি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘খুব ভালোবাসি তোলে। এভাবেই ভালোবাসা দিয়ে চিরটাকাল আগলে রাখিস আমায়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥