• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়ায় জড়াতেই জুটেছিল ‘রক্ষিতা’ তকমা! সত্যিই কি সুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন উত্তম কুমার?

Published on:

Did Tollywood actor Uttam Kumar marry Supriya Devi

Uttam Kumar Supriya Debi Relation : বাংলার গর্ব, বাঙালির ‘মহানায়ক’ উত্তম কুমার (Uttam Kumar) এমন একজন ব্যক্তি যাকে নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আজও একটুও কমেনি। অভিনেতার প্রয়াণের এত বছর পরেও তাঁর কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। আর হবে নাই বা কেন! তিনি এক অদ্বিতীয়। উত্তম কুমারের মৃত্যুর এত বছর পরেও তাই দ্বিতীয় ‘মহানায়ক’ (Mahanayak) পায়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood)

সিনেপ্রেমী মানুষকে একাধিক আইকনিক ছবি উপহার দেওয়া উত্তম কুমারের ব্যক্তিগত জীবনও কিন্তু সিনেমার চেয়ে কোনও অংশে কম ছিল না। সাধারণ মানুষের পাশাপাশি তাঁর হাসি, ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল সেসময়কার একাধিক নায়িকাকে। তবে ‘মহানায়ক’কে শেষ পর্যন্ত আপন করে নিতে পেরেছিলেন সুপ্রিয়া দেবী (Supriya Devi)। তাঁর টানে স্ত্রী গৌরী দেবী (Gauri Devi) এবং নিজের সাজানো সংসার ছেড়ে দিয়েছিলেন অভিনেতা।

Uttam Kumar and Supriya Devi, Uttam Kumar and Supriya Devi marriage

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আইকনিক জুটির প্রসঙ্গ উঠলেই উত্তম-সুচিত্রার (Suchitra Sen) নাম সবার প্রথমে আসবে। তবে একথা অস্বীকার করার কোনও উপায় নেই, উত্তম-সুপ্রিয়া জুটি নিয়েও কিন্তু সমান আগ্রহ রয়েছে মানুষের। কারণ ‘মহানায়ক’র ব্যক্তিগত জীবনের অনেকখানি জুড়ে রয়েছেন সুপ্রিয়া দেবী। বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রচুর কটাক্ষ শুনেছেন উত্তম কুমার। রেহাই পাননি সুপ্রিয়া দেবীও। অনেকে তাঁকে উত্তম কুমারের ‘রক্ষিতা’র তকমা অবধি দিয়েছিলেন।

আরও পড়ুনঃ বটু সোনাই প্রথম নয়! রইল ছোটপর্দায় মেয়ে সেজে নজরকাড়া ৬ অভিনেতাদের তালিকা

কিন্তু এ তো নাহয় গেল সমাজের কথা। আসলে উত্তম-সুপ্রিয়ার সম্পর্কটা কেমন ছিল? শোনা যায়, একবার গৌরী দেবীর জন্মদিনে বাড়িতে অশান্তির জন্য সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলেন উত্তম কুমার। সেই রাতেই মনের শান্তির খোঁজে চলে গিয়েছিলেন ময়রা স্ট্রিট, সুপ্রিয়া দেবীর বাড়িতে। ‘মহানায়ক’কে আশ্রয় দিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ আর বিয়ে করতে চাই না, তিনবার বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী

Uttam Kumar and Supriya Devi, Uttam Kumar and Supriya Devi marriage

সুপ্রিয়া দেবী নিজের স্মৃতি কথায় লিখেছেন, ১৯৬৩ সালে সামাজিক রীতি মেনে উত্তম কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তিনি তাঁদের বিয়ে সমাজের চোখে মান্যতা পায়নি। কারণ গৌরী দেবীর সঙ্গে ‘মহানায়ক’র বিচ্ছেদ তখনও হয়নি। তাই ‘মহানায়ক’র কাছ থেকে স্ত্রীয়ের মর্যাদা পেলেও, সমাজের চোখে সুপ্রিয়া দেবী চিরকাল ‘খলনায়িকা’ হিসেবেই থেকে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥