• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্ধনগ্ন শরীরে ফ্যাশন, রাস্তা থেকে গ্রেফতার উর্ফি জাভেদ! ভিডিও ভাইরাল হতেই বেশ হয়েছে বলছে নেটপাড়া

Published on:

Did Urfi Javed gets arrested for wearing short clothes

সোশ্যাল মিডিয়া খুললেই উরফি জাভেদের (Urfi Javed) কোনও না কোনও ভিডিও চোখে পড়ে। কখনও সেফটি পিন, কখনও সিম কার্ড, কখনও আবার বস্তা দিয়ে পোশাক বানিয়ে পরেন তিনি। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের সৌজন্যে প্রায়শয়ই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকেই গ্রেফতার (Arrested) করলো পুলিশ!

বলিউড অভিনেতা রণবীর সিং ‘ফ্যাশান আইকন’ তকমা দিলেও উরফির বিরুদ্ধে সাধারণ মানুষের হাজারো অভিযোগ আছে। কেউ বলেন, ফ্যাশানের নামে স্রেফ অঙ্গ প্রদর্শনী করেন তিনি। কারোর আবার দাবি, সমাজকে কলুষিত করছেন উরফি। যদিও সেসব কথায় বিশেষ কান দেন না অভিনেত্রী। নিন্দুকদের মুখে ঝামা ঘষে রোজ বিচিত্র বিচিত্র পোশাকে পরে হাজির হন তিনি।

Urfi Javed, Urfi Javed monthly income, Urfi Javed arrested

সম্প্রতি সেই উরফির গ্রেফতারির জল্পনায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। শুক্রবার সকালে এক জনপ্রিয় পাপারাৎজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উরফির একটি ভিডিও (Video) শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একটি কফি শপ থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তখন তাঁর সঙ্গে কথা বলতে আসেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক।

আরও পড়ুনঃ হিরো তো বটেই ভিলেন হয়েও সেরার সেরা! খলনায়ক হয়েই বক্স অফিস কাঁপিয়েছে শাহরুখ খানের ৫টি সিনেমা

ভিডিওয় দেখা যাচ্ছে, উরফির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন দু’জন পুলিশ (Police) আধিকারিক। এরপর একজন উরফিকে জিজ্ঞেস করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ জবাবে উরফি বলেন, ‘আমি কেমন পোশাক পরবো সেটা আমার ইচ্ছা’। এরপরেই উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলেন একজন পুলিশ আধিকারিক।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

Urfi Javed arrested

কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর থানায় যেতে রাজি হয়ে যান উরফি। এরপর তাঁর হাত ধরে গাড়িতে তোলেন পুলিশ আধিকারিকেরা। এই ভিডিও ভাইরাল (Viral) হওয়ার পরেই উরফির গ্রেফতারির জল্পনা শুরু হয়ে যায় নেটপাড়ায়। তবে অভিনেত্রী আদৌ গ্রেফতার হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বং ট্রেন্ড।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সোশ্যাল মিডিয়ায় উরফির এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে উঁকি দিয়েছে হাজার প্রশ্ন। অনেকেরই মনে হয়েছে, এটি উরফির কোনও প্র্যাঙ্ক ভিডিও। নেহাত মশকরা করে এই ভিডিওটি বানিয়েছেন তিনি। তবে আসল সত্যি কী তা একমাত্র বলতে পারবেন উরফিই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥