বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন খুব কম অভিনেতাই রয়েছেন যারা নায়ক এবং খলনায়ক দুই চরিত্রেই তাকলাগানো অভিনয় করেছেন। শাহরুখ খান (Shah Rukh Khan) এমন একজন অভিনেতা যিনি এই দুই ধরণের চরিত্রই অত্যন্ত নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। রোম্যান্টিক হিরো হোক বা হাড়জ্বালানো খলনায়ক (Villain) দুই চরিত্রেই দর্শকদের নজর কেড়েছেন ‘কিং খান’। আজকের জন্মদিন (Shah Rukh Khan Birthday) উপলক্ষে রইল ‘খলনায়ক’ শাহরুখের ৫ সেরা সিনেমার নাম।
ডন (Don) : ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় নৃশংস এক ডনের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। অমিতাভ বচ্চনের পর বলিউড পেয়েছিল তার দ্বিতীয় ‘ডন’কে। এই সিনেমার সাফল্যের পর ‘ডন ২’তেও দেখা গিয়েছিল শাহরুখকে।
বাজিগর (Baazigar) : শাহরুখ এমন একজন অভিনেতা যিনি কেরিয়ারের শুরুতেই খলনায়ক হওয়ার ঝুঁকি নিয়েছিলেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিগর’ ছবিতে ‘কিং খান’র অভিনয় এখনও মনে আছে দর্শকদের। প্রতিহিংসাপরায়ণ একজন খলনায়কের চরিত্রে অভিনয় করতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন ‘বাদশা’।
আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন
রইস (Raees) : ২০১৭ সালে রিলিজ হওয়া এই ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। যে কোনও মানুষের চরিত্রে ভালো এবং খারাপ দুই দিকই থাকে। সেটাই এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা। সেই জন্য গ্যাংস্টার হলেও শাহরুখ অভিনীত চরিত্রটি স্থান করে নিয়েছিল দর্শকমনে।
ফ্যান (Fan)- মনীশ শর্মা পরিচালিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। সুপারস্টার আরিয়ান খান্না এবং তার অন্ধ ভক্ত গৌরব চান্দনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দু’টি চরিত্রর ধূসর শেড অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ‘কিং খান’।
ডর (Darr)- খলনায়ক হিসেবে শাহরুখ অভিনীত সেরা ছবির নাম জিজ্ঞেস করলে অনেকেই ‘ডর’র নাম নেন। যশ চোপড়া পরিচালিত এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন সানি দেওল এবং জুহি চাওলা।
তবে শুনলে অবাক হবেন, ‘ডর’এ নায়কের থেকে বেশি জনপ্রিয় হয়েছিল খলনায়ক। সানির থেকে বেশি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল শাহরুখের চরিত্রটি। শোনা যায়, এই কারণে যশ চোপড়ার ওপর বেজায় খাপ্পা হয়েছিলেন ‘গদর’ অভিনেতা।