• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ট্রাস্ট ইস্যু হচ্ছে…’ রুক্মিনীকে কবে বিয়ে করছেন? উত্তরে বিস্ফোরক ‘নতুন ব্যোমকেশ’ দেব

Updated on:

Dev Adhikari Reveals his marriage date with Rukmini Mitra

Dev opens up about marrying Rukmini Mitra : টলিউড (Tollywood) সুপারস্টার দেব অধিকারী আর অভিনেত্রী রুক্মিণী মিত্রের (Dev Adhikari & Rukmini Mitra) সম্পর্ক এর সম্পর্ক এখন টেলিপাড়ার ওপেন সিক্রেট। বেশিরভাগ সিনেমায় দেবের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেন রুক্মিণীই। সদ্য মুক্তি পেয়েছে দেব রুক্মিণী অভিনেত্রী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। যা বর্তমানে রমরমিয়ে চলছে বক্স অফিসে। এই সিনেমাতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।

তবে টলিপাড়ার এই সেলেব কাপলকে দেখলে সবার মনে আসে একটাই প্রশ্ন তা হল বাস্তবে কবে বিয়ে (Marriage) করবেন তাঁরা? এতদিন দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যতবারই প্রশ্ন উঠেছে ততবারই দুজনে কোনো না কোনোভাবে এড়িয়ে গিয়েছেন বিয়ের প্রসঙ্গ। তবে এদিন আর কোনো রাখঢাক না রেখে রুক্মিণীর সাথে বিয়ে প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল দেবকে।

Dev and Rukmini Maitra

 কবে বিয়ে করছেন দেব রুক্মিণী?

বাস্তব জীবনের বিয়ে নিয়ে খানিক আশঙ্কা প্রকাশ করেই এদিন আনন্দবাজার অনলাইনে অভিনেতা জানিয়েছেন ‘ভালো থাকাটা সত্যিই আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। যেভাবে বিয়ে ভাঙছে। যেভাবে ট্রাস্ট ইস্যু হচ্ছে, সে জায়গা থেকে আমি আর রুক্মিণী সত্যি খুব ভালো আছি। অবশ্যই আমাদের দুজনের পরিবার আছে, তারাও চায় আমরা বিয়েটা করে ফেলি’।

আরও পড়ুনঃ ডমিনেটিং হলে ২০ বছরের সম্পর্ক ছেড়েও বেরিয়ে আসতে পারি! বিস্ফোরক ছোট পর্দার ‘বিপাশা’

সেইসাথে এদিন অভিনেতা বলেছেন তাঁর মনে হয় বিয়েটা জীবনে কোনও শেষ কথা নয়। তাঁরা দুজন-দুজনকে নিজেদের কাজে যেভাবে সাহায্য করছেন আর একে অপরকে সাহায্য করছেন তাতেই খুশী দেব। তবে এদিন দেব স্পষ্ট জানিয়েছেন বিয়ে করলেও তা ধুমধাম করে করবেন না তিনি।

আরও পড়ুনঃ দেখছে না দর্শকে, হুড়মুড়িয়ে পড়ছে TRP, গল্প অসম্পূর্ন রেখেই বন্ধের পথে জি বাংলার ৪ ধারাবাহিক!

টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,রুক্মিণী মিত্র,Rukmini Mitra,বিয়ে,Marriage

দেবের কথায় খুব বড় করে কিংবা ধুমধাম করে তিনি বিয়ে করবেন না। একেবারে ঘরোয়া ভাবে পরিবারের লোকজন আর কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই রুক্মিণীর সাথে নতুন জীবনের শুরু করবেন তিনি। যদিও সেটা কবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত দেব করবেন একথা তিনি নিজের মুখে বলার পর ভক্তদের যেন আর তর সইছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥