• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডমিনেটিং হলে ২০ বছরের সম্পর্ক ছেড়েও বেরিয়ে আসতে পারি! বিস্ফোরক ছোট পর্দার ‘বিপাশা’

Updated on:

All you need to know about Kar Kache Koi Moner Kotha serial Bipasha actress Sneha Chatterjee

Sneha Chatterjee Interview : শুরু থেকেই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে চিরাচরিত শ্বাশুড়ি বৌমার কূটকচালি দেখানো হলেও তা তুলে ধরা হয়েছে সম্পূর্ণ এক নতুন আঙ্গিকে। যেখানে দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে অত্যাচারিত  শিমুল শ্বাশুড়ির কাছে খারাপ ব্যবহার পেলেও তার পাশে পাচ্ছে নিজের ননদসহ প্রতিবেশী আরো চারজন বান্ধবীকে।

যার মাধ্যমে বোঝানো হচ্ছে সমাজে মেয়েরা শুধু মেয়েদের শত্রু হয়না,  এখনকার দিনেও এমন অনেক মেয়ে আছেন যারা একজন মেয়ের বিপদে পাশে ঢাল হয়েও দাঁড়াতে জানে। কার কাছে কই মনের কথা সিরিয়ালে নায়িকা শিমুলের এমনই  একজন বান্ধবী হলেন বিপাশা (Bipasha)। ধারাবাহিকে এই বিপাশা  চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্নেহা চক্রবর্তী (Sneha Chakraborty)

After seeing Kar Kache Koi Moner Kotha audience praise on social media anm

প্রসঙ্গত এর আগেও পর্দার শিমুল অভিনেত্রী মানালির সাথে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন স্নেহা। তবে এই সিরিয়ালটি অভিনেত্রীর কাছে একটু বেশিই স্পেশাল। বিশেষ করে পর্দায় তাঁর অভিনীত বিপাশা চরিত্রটি নাকি খানিকটা তাঁরই মতন ঠোঁট কাটা স্বভাবের। পর্দার বিপাশার মতোই স্নেহাও নাকি কোনো রাগ না রেখেই মুখের ওপরেই বলে দেন স্পষ্ট কথা। সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি ফ্যাক্টসের সাথে আড্ডায় হাজির হয়েছিলেন স্নেহা।

আরও পড়ুনঃ ধারেকাছেও নেই অনুরাগের ছোঁয়া-মিঠাই! বাংলা সবচেয়ে বেশিবার TRP টপার হওয়া সিরিয়াল কোনটি জানেন?

সেখানে তিনি জানিয়েছেন পর্দার শ্বাশুড়ির মতোই বাস্তব জীবনেও নিজের শ্বাশুড়ির সাথেও মাঝে মধ্যেই ঝগড়া হয় তাঁর। সত্যিটা নিজের মুখে স্বীকার করে নিয়েই স্নেহা বলেছেন তিনি নিজে একজন মুখোরা মেয়ে। তাই তাঁর সাথে নাকি সবারই হামেশাই ঝগড়া হয়ে থাকে। সেইসাথে এদিন স্নেহা স্পষ্ট জানিয়েছেন এঁড়ে তর্ক একেবারেই পছন্দ করেন না। আর তাই অনেকের সাথে তাঁর ঝগড়া বেধে যায়।

আরও পড়ুনঃ কালো রঙ নিয়েই কাঁপাচ্ছেন টেলি দুনিয়া! ‘গল্পটাই আসল’, সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য তিন নায়িকার

তবে স্নেহা এদিন খানিক গর্বের সাথেই জানিয়েছেন আজকের দিনে দাঁড়িয়েও এক ছেলের সাথেই প্রায় ২০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। তবে অভিনেত্রী জানিয়েছেন এতদিন সম্পর্কে থাকলেও আলাদা করে তাঁদের কোন রোম্যান্স করার প্রয়োজন হয়নি। এছাড়াও স্নেহা এদিন স্পষ্ট জানিয়েছেন তাঁকে কোনো কাজে আটকানো মুশকিল। যদি কেউ এমনটা করে থাকেন তাহলে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে অভিনেত্রী নাকি দুবার’ও  ভাববেন না বলে জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥