• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল অতীত জিষ্ণুকে বিয়ে করে সুখ হবে মেঘ, আশীর্বাদ বাবার! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Updated on:

Iccheputul serial Megh's father bless Megh and Jishnu

‘ইচ্ছে পুতুল’ (Iccheputul) সিরিয়ালের গল্প যতই এগিয়ে চলেছে ততই যেন দিন ঘনিয়ে আসছে ময়ূরীর (Mayuri)।  গিনির বিয়ের পর ইতিমধ্যেই খসে পড়তে শুরু করেছে লম্পট রূপের আসল চেহারা। যদিও রূপের মা কোনো রকমে গিনিকে ভুলিয়ে ভালিয়ে গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছেন। অন্যদিকে ময়ূরীও শুধু অপেক্ষায় আছে মেঘের সাথে নীলের (Megh-Neel) ডিভোর্সের। তারপরেই যত তাড়াতাড়ি সম্ভব নীলের থেকে কমিটমেন্ট আদায় করে নিয়ে গাঙ্গুলীবাড়ি পাকাপাকিভাবে বউ হয়ে ঢুকতে চায় ময়ূরী।

আগামী পর্বে দেখা যাবে রূপ গিনির মগজ ধোলাই করলেও গিনি মন থেকে কিছুতেই রূপের আগের দিনের ব্যবহারটা ভুলতে পারছে না। অন্যদিকে বোনের শ্বশুরবাড়িতে এসে মিনিরও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। বুঝতে না পারলেও সে আঁচ করতে পারছে গিনি ভালো নেই। আগামী পর্বে দেখা যাবে মিনি সরাসরি ময়ূরীকে প্রশ্ন করবে সে কোনো খোঁজ খবর না নিয়েই রূপের সাথে তার সেটিং করিয়ে দেয় নি তো? যা শুনে রীতিমতো ঘাবড়ে যাবে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,জিষ্ণু,Jishnu,মেঘের বাবা,Megh's Father,আশীর্বাদ,Blessing,বিয়ে,Marriage,আসন্ন পর্ব,Upcoming Episode

অন্যদিকে দেখা যাবে নিজের ব্যবহারের জন্য মেঘের কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠেছে নীল। একদিকে যখন গাঙ্গুলী বাড়ির সদস্যরা গিনির রিসেপশনের আনন্দে মেতে রয়েছেন অন্যদিকে তখন মেঘ-জিষ্ণু (Jishnu) প্রথমবার লাইভ পারফরম্যান্স করে দর্শকদের প্রশংসা পেয়ে আনন্দে আত্মহারা। প্রথম দিন তাদের প্রোগ্রাম এতটাই ভালো হয়েছে যে বিখ্যাত ‘সরগম’ কোম্পানির তরফ থেকে তাদের অ্যালবাম বার করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রতিভার কদর করেনি টলিউড! সাউথের বক্স অফিস কাঁপিয়ে আজ আজ বাংলার গর্ব যীশু সেনগুপ্ত

কিন্তু এত আনন্দের মধ্যেও মেঘ মন থেকে কিছুতেই খুশি থাকতে পারছে না। এই দুর্বল মুহূর্তে মেঘের বাবা (Megh’s father) এসে মেঘকে বলে মন শক্ত করতে আর আগের দিন নীল তার সাথে যে ব্যবহারটা করেছে তারপর যত কষ্টই হোক মেঘ যেন কখনও  নীলের কাছে ফিরে না যায়। অন্যদিকে গানের অনুষ্ঠানে মেঘ আর জিষ্ণু দুর্দান্ত পারফর্ম করায় এদিন তাঁদের দুহাত ধরে আশীর্বাদ করেন মেঘের বাবা।

আরও পড়ুনঃ ঋতুপর্ণা-রচনার জন্য নায়িকা হতে পারিনি! সাক্ষাৎকারে বোমা ফাটালেন লকেট চট্টোপাধ্যায়

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,জিষ্ণু,Jishnu,মেঘের বাবা,Megh's Father,আশীর্বাদ,Blessing,বিয়ে,Marriage,আসন্ন পর্ব,Upcoming Episode

তবে জিষ্ণু যেভাবে মেঘকে সম্মান করে তা দেখে মনটা ভরে যায় মেঘের বাবার। তাই এই পর্ব দেখে দর্শকরা মনে করছেন আগামী দিনে যদি জিষ্ণু আর মেঘের বিয়ে হয় তাহলেও তিনি ওদের এভাবেই আশীর্বাদ করবেন। এখন দেখার মেঘের সাথে সত্যিই জিষ্ণুর বিয়ে হয় নাকি শেষ পর্যন্ত আবার চার হাত এক হয় মেঘ নীলের।

https://youtu.be/t5GTkATEuD0?si=UYdYBX_JlNmV2pOE

প্রসঙ্গত এসবের মধ্যেই জল্পনা তৈরি হয়েছে ইচ্ছে পুতুল সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার।  কারণ খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় গেম শো দাদাগিরি।আর আসন্ন এই রিয়ালিটি শোয়ের জেরে কোপ পড়তে চলেছে ইচ্ছেপুতুল সিরিয়ালের ওপর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥