• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪২ বছর পর একসাথে! বক্স অফিস কাঁপাতে তৈরী, দর্শকদের সুখবর দিলেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভার্সেটাইল অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দেবশ্রী রায় (Debasree Roy)। তিনি যেমন ‘কলকাতার রসগোল্লা’ রূপে দর্শকমনে রাজ করতে পারেন, তেমনই তাক লাগাতে পারেন ‘উনিশে এপ্রিল’র মতো ছবিতেও। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী একটা সময় শাসন করেছেন টলিউডে (Tollywood)

মাঝখানে অবশ্য কয়েক বছর অভিনয় জগত থেকে দূরে সরে ছিলেন দেবশ্রী। বছর তিনেক আগে ফের নতুন রূপে দর্শকদের সামনে হাজির হন নায়িকা। তবে টলিউড নয়, টেলিভিশনের হাত ধরে কামব্যাক করেছিলেন তিনি। জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে ফের সকলের মনে স্থান করে নেন অভিনেত্রী।

   

Debashree Roy debut in Web Series with Hoichoi's Chemistry Mashi

২০২২ সালে শেষ হয় ‘সর্বজয়া’র সফর। মাঝখানে বছর খানেকের বিরতি নিয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘কেমিস্ট্রি মাসি’র (Chemistry Mashi) স্ট্রিমিং। রসায়নের শিক্ষিকা রূপে একদিকে যেমন তিনি কম্বিনেশন শেখাবেন, তেমনই আবার অন্যায়ের প্রতিবাদ করতেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চে আবারও বাংলার জয়গান! পদ্মসম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী সহ বহু বাঙালি, রইল তালিকা

সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘কেমিস্ট্রি মাসি’তে শিক্ষাব্যবস্থার অচলাবস্থা সহ সমাজের সমসাময়িক নানান বিষয় তুলে ধরা হবে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনও বহু দরিদ্র পড়ুয়া শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেটাই তুলে ধরা হবে এই সিরিজে। আর যেহেতু সমসাময়িক সমাজের কথা বলা হবে, তাই স্বাভাবিকভাবেই সমাজের নানান বিষয়ের কথাও উঠে আসবে এখানে।

দেবশ্রী রায় কেমিস্ট্রি মাসি : Debasree Roy Chemistry Mashi

দেবশ্রী বলেন, সৌরভ চক্রবর্তী যখন তাঁকে ‘কেমিস্ট্রি মাসি’র গল্প শোনান, তখন ‘হ্যাঁ’ বলার আগে বেশ কিছুটা সময় নিয়েছিলেন তিনি। অভিনয় করতে চান বলে কোনও একটা প্রোজেক্টে হ্যাঁ বলতে চাননি অভিনেত্রী। তাঁর কাজ দেখে দর্শকরা বলুক, ‘এ বাবা দেবশ্রী এমন করলো!’ এটা শুনতে চান না অভিনেত্রী। দর্শকদের কথা মাথায় রেখেই ‘কেমিস্ট্রি মাসি’র জন্য রাজি হন টলি নায়িকা।

আরও পড়ুনঃ পর্দার মত বাস্তবেও প্রেম করছে দুর্জয়-রাণী! অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

এই ওয়েব সিরিজের পর ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে একটি সিনেমাতেও দেখা যাবে দেবশ্রীকে। ‘ত্রয়ী’র পর কেটে গিয়েছে প্রায় ৪২ বছর। চার দশকেরও বেশি সময় পর ফের জুটি বাঁধছেন মিঠুন-দেবশ্রী। তবে অভিনেত্রী সাফ বলেন, খলনায়িকা কিংবা নতুন চরিত্রে তিনি অভিনয় করতে চান না। চরিত্র যদি পছন্দসই না হয়, তাহলে তিনি ফের অভিনয় জগত থেকে বিরতি নিতে পারেন।