বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। খুব ছোট বয়সে অভিনয় শুরু করেছিলেন। ছেলেবেলায় মায়ের হাত ধরে শ্যুটিং ফ্লোরে যেতেন। আরও শিল্পীদের সঙ্গে অডিশন দিয়ে কাজের সুযোগ পেয়েছেন। একসময় নায়িকা হিসেবে বড়পর্দা কাঁপিয়েছেন। ইন্ডাস্ট্রির নামী নায়িকা হওয়া সত্ত্বেও, খুব বেছে বেছে ছবি করতে পছন্দ করেন দেবশ্রী। সম্প্রতি ‘কেমিস্ট্রি মাসি’র হাত ধরে পা রেখেছেন ওয়েবদুনিয়ায়। ডেবিউ সিরিজ রিলিজের পর জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেন অভিনেত্রী।
প্রথমেই ‘কেমিস্ট্রি মাসি’ (Chemistry Mashi) নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় দেবশ্রীকে। অভিনেত্রী বলেন, ট্রেলার রিলিজের পর দর্শকদের তরফ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। ভিন্ন স্বাদের এই কনসেপ্ট বেশ ভালোলেগেছে সকলের। তবে এখনও নিজের ডেবিউ সিরিজ দেখে উঠতে পারেননি দেবশ্রী। অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, জলদি জানতে পারব’।
দেবশ্রী এমন একজন নায়িকা যিনি বরাবর ছক ভাঙায় বিশ্বাস করেন। একসময় বড়পর্দায় নায়িকারা সিরিয়াল করতেন না। সেই সময় সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন তিনি। তবে মাধ্যম যাই হোক না কেন, বরাবর খুব বেছে কাজ করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘কেরিয়ারের শুরু থেকেই আমি খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করি। ‘উনিশে এপ্রিল’ জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে আমার দায়িত্ব বেড়ে যায়। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেছিলাম। এখনও কিন্তু অনুরাগীরা আমার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে থাকেন’।
আরও পড়ুনঃ বাবা, এটা তুমি কী করে পারলে! রঞ্জিত মল্লিকের কোন ব্যবহারে অবাক হয়েছিলেন কোয়েল মল্লিক?
আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় দেবশ্রীকে। তবে এই জায়গা অর্জন করতে কম কষ্ট করতে হয়নি অভিনেত্রীকে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে পর্দার ‘কেমিস্ট্রি মাসি’ বলেন, ‘তাতে আর কী হল? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না, পাননি। এখান থেকে আমি অন্য কোনও সেরার সম্মানও পাইনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং আন্তর্জাতিক পুরস্কারজয়ী দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেওয়া যায় না। মাঝে মধ্যে মনে হয়, আমি মারাঠি, তবে জন্মেছি আর বড় হয়েছি কলকাতায়! আমার মনে হয়, যোগ্য নই তাই হয়তো পাইনি’।
যদিও তাই বলে কোনও খারাপ লাগা নেই দেবশ্রীর মনে। তাঁর কথায়, এখনকার সমাজটাই এই রকম হয়ে গিয়েছে। তাঁর কাছে পুরস্কার হল দর্শকদের ভালোবাসা। এখনও ফেসবুক খুললে দেবশ্রী রায়ের ফ্যান ক্লাবের পেজ চোখে পড়ে। অভিনেত্রীর নানান ছবি দেখে এখনও তাঁকে প্রতিক্রিয়া দেন ভক্তরা। দেবশ্রী সাক্ষাৎকারে জানান, তিনি এগুলোর খোঁজ রাখেন। ভক্তদের সুন্দর সুন্দর কথায় মন ভরে যায় তাঁর।
আরও পড়ুনঃ বয়সকালে দেখার কেউ নেই! স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী
বিনোদন জগতের পাশাপাশি দেবশ্রী রায় বঙ্গ রাজনীতিরও পরিচিত মুখ। তবে ২০২১ সালে আচমকাই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ’১০ বছর ধরে সাধ্যমতো আমি নিজের কেন্দ্রে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমায় যেখানকার (রায়দিঘি) দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে আস্তে আস্তে অস্বস্তি বোধ করছিলাম। ওখানকার রাজনীতি খুব কঠিন। সেই কারণে সরে দাঁড়িয়েছিলাম’।
সেই সময় অবশ্য গুঞ্জন শোনা গিয়েছিল, দলের তরফ থেকে টিকিট না দেওয়ার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন দেবশ্রী। এই প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, এই গুঞ্জনে কোনও সত্যতা নেই। বরং তিনি নিজেই ভোটে না লড়ার কথা জানিয়েছিলেন। টলি নায়িকার কথায়, ‘একজন বিধায়কের কাজ কতখানি কঠিন সেটা ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম’। তাহলে কি ফের রাজনীতিতে ফেরার প্রস্তাব দিলে দেবশ্রী ফিরবেন? উত্তরে বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু ভাবছি না। কারণ খুব দূরের জিনিস ভেবে আমি সময় নষ্ট করতে চাই না’।
দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পর জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছিলেন দেবশ্রী। সেই সিরিয়াল শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। সিরিয়াল নিয়ে কি কোনও ভাবনাচিন্তা করছেন অভিনেত্রী? জবাবে দেবশ্রী বলেন, ‘টানা এক বছর ‘সর্বজয়া’ করেছিলাম। সিরিয়ালে একটা অন্য রকমের দায়বদ্ধতা থাকে। সারা দিন ফ্লোরে থাকা। রাত করে বাড়ি ফিরে আবার পরের দিন একই জিনিস। যেন অফিস! আমি খুব ক্লান্ত হয়ে যেতাম। এই মুহূর্তে আমি কিছু ভাবছি না। তবে পরে যদি কোনও ভালো প্রস্তাব আছে, তখন ফের ভেবে দেখতেই পারি’।