• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা সিরিয়াল অতীত, এবার নতুন রূপে ওয়েব দুনিয়ায় আসছেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী!

Published on:

Debashree Roy debut in Web Series with Hoichoi's Chemistry Mashi

একসময় টলিউডের নায়িকাদের কথা বললেই উঠে আসত দেবশ্রী রায় (Debashree Roy) নামটা। ইন্ডাস্ট্রির সেরা নায়কদের সাথে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। কিন্তু সেই সময় এখন অতীত, ইন্ডাস্ট্রিতে নতুন নায়িকাদের ভিড়ে আজ সেভাবে দেখা যায় না তাকে। শুধু তাই নয়, বড়পর্দার বদলে আধুনিক বিনোদনের মাধ্যম হিসাবে উঠে এসেছে OTT, যেখানে ওয়েব সিরিজের (Web Series) চাহিদা এখন আকাশ ছোঁয়া।

টলিউড তো বটেই সিরিয়ালের জগৎ থেকেও আজকাল অনেকেই ওটিটি দুনিয়ায় পা রাখছেন। এবার জানা যাচ্ছে দেবশ্রী রায়ও নাকি ওয়েব সিরিজের ডেবিউ করতে চলেছেন। সিনেমা ছেড়ে মাঝে দীর্ঘদিন রাজনীতিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তবে গতবছর আবারও পর্দায় ফিরতে দেখা যায় তাকে।

Sarbojoya, Debashree Roy, Debashree Roy and Indrani Halder serial

জি বাংলার হাত ধরে ‘সর্বজয়া’ সিরিয়ালে মূল চরিত্রে তাকে দেখা গিয়েছিল। আধুনিক সমাজের বুকে দাঁড়িয়ে কিভাবে গোটা পরিবারকে এক করে রাখা যায় তা ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। প্রতিটা পর্বেই নিজের অসাধারণ অভিনয় থেকে শুরু করে নাচের মধ্যে দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল হয়েছিল শুরুর দিকে।

আরও পড়ুনঃ অত্যাচারী পরাগকে ছেড়ে শতদ্রুর কাছে ফিরবে শিমুল! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্ব

কিন্তু ‘সর্বজয়া’ শেষ হওয়ার পর তাকে আর পর্দায় দেখা যায় নি। দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে আবারও নতুন কোনো রূপে মিলবে অভিনেত্রীর। এবার সেই সুখবর মিলল। জানা যাচ্ছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজে দেখা যাবে দেবশ্রীকে। সৌরভ চক্রবর্তী পরিচালিত সিরিজ ‘কেমিস্ট্রি মাসী’ এ অভিনয় করবেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ আদরে বাঁদর ছেলে! ‘ইচ্ছে পুতুল’এ রুপের অধঃপতন দেখে মা’কেই দুষছেন দর্শকেরা

Debashree Roy,Hoichoi,Chemistry Mashi,Web Series,OTT,দেবশ্রী,হইচই,কেমিস্ট্রি মাসী

এই ওয়েব সিরিজে এক সাধারণ গৃহবধূ কিভাবে অসাধারণ হয়ে উঠবে সেটাই তুলে ধরা হবে। কিন্তু সিরিজের নামটাই যেন সাসপেন্স তৈরী করছে দর্শকদের মনে। যেমনটা যান যাচ্ছে গল্পে দেবশ্রীর পাশাপাশি দেখা যাবে শঙ্কর চক্রবর্তিকেও। ইতিমধ্যেই নাকি লুক টেস্টও হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥