বাংলা টেলিভিশনের ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ডান্স বেসড শো দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকরা। প্রত্যেক শনি এবং রবিবার ঘড়ির কাঁটা ৯:৩০ ছুঁলেই টিভির সামনে বসে পড়েন প্রত্যেকে। আজ সেই শোয়েরই গ্র্যান্ড ফিনালে (Grand Finale)। প্রায় ৮ মাসের লড়াই শেষে আজ ঘোষণা হবে বিজেতার নাম।
নাচের প্রতিভা তুলে ধরার জন্য ‘ডান্স বাংলা ডান্স’র চেয়ে সেরা মঞ্চ এই বাংলায় খুব কমই আছে। একাধিক নৃত্যশিল্পী তো বটেই, অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ারও শুরু হয়েছে এই শোয়ের হাত ধরে। শীঘ্রই যেমন ‘ডান্স বাংলা ডান্স সিজন ১২’র (Dance Bangla Dance Season 12) হাত ধরে নতুন ‘ডান্স আইকন’ পেতে চলেছে বাংলা। ৮ মাসের কঠিন লড়াই শেষে কার হাতে উঠল বিজেতার (Winner) ট্রফি তা জানার জন্য মুখিয়ে আছেন দর্শকরাও।
চলতি বছর ১১ ফেব্রুয়ারি সম্প্রচার শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’র। ২৯ অক্টোবর তথা আজ অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড ফিনালে। টানা ৩ ঘণ্টা ধরে দেখানো হবে ফাইনাল পর্ব। শোনা যাচ্ছে, গ্র্যান্ড ফিনালের দিন প্রতিযোগীদের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন বিচারকরা। পাশাপাশি আজ ‘ছোটলোক’ ওয়েব সিরিজের গৌরব চক্রবর্তী এবং ঊষসী চক্রবর্তীকেও দেখা যাবে দর্শকাসনে।
আরও পড়ুনঃ স্ত্রী না থাকলে বাঁচতাম না! অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কুশল চক্রবর্তী
এছাড়াও বলি সুন্দরী মৌনী রায় এবং সঞ্চালক অঙ্কুশের খুনসুটি তো রয়েছেই। ‘ডান্স বাংলা ডান্স’র চলতি সিজনে সকল প্রতিযোগীকে দু’টি বিভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। একটি দল প্রাপ্তবয়স্কদের এবং দ্বিতীয় দল হল ছোটদের। প্রাপ্তবয়স্কদের দলে রয়েছে স্নেহা, দিশা, প্রিয়াঙ্কা এবং ভূমিকা। অপরদিকে ছোটদের টিমের ব্যাটন রয়েছে হাম্পি-দীপান্বিতা, রাজন্যা, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি, পৃথ্বীরাজের হাতে।
জানা গিয়েছে, গ্র্যান্ড ফিনালের দিন প্রত্যেক প্রতিযোগীর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন বিচারকরা। তবে সবাইকে টেক্কা দিয়ে কোন প্রতিযোগীর মাথায় উঠল বিজয়ীর মুকুট আপাতত তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। টিভিতে গ্র্যান্ড ফিনালে পর্ব সম্প্রচার হওয়ার পরেই জানা যাবে সেই প্রশ্নের উত্তর। আপাতত তাই সেটার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে।