• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সেই রাতে আমার…’! দাদাগিরিতে ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর কাছে গোপন কথা ফাঁস করলেন সৌরভ, রইল ভিডিও

Published on:

Dadagiri 10 Sourav Ganguly shares memory of playing cricket in Krishnanagar with Icche Putul' Jishnu Shamik Chakraborty

‘দাদাগিরি’র (Dadagiri) সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ভীষণ কাছ থেকে চিনতে পেরেছে গোটা বাংলা। বাইশ গজের বাইরে ‘দাদা’ আসলে কেমন তা তাঁরা জানতে-বুঝতে পেরেছেন। খেলার ফাঁকে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবন সম্বন্ধিত নানান অজানা তথ্য শেয়ার করে থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক। অনেক সময় আবার স্ত্রী ডোনাকে নিয়ে নানান বেফাঁস মন্তব্যও করে বসেন।

‘দাদাগিরি’র সাম্প্রতিক পর্বে খেলতে এসেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) কলাকুশলীরা। মেঘ, ময়ূরী, নীল, জিষ্ণুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় মহারাজকে। পর্দার জিষ্ণু (Jishnu) তথা অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty) যেমন জানান, তাঁর অভিনয়ের অনুপ্রেরণা হলেন অমিতাভ বচ্চন। সেই সঙ্গেই নিজের ক্রিকেট জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নেন তিনি।

Sourav Ganguly and Shamik Chakraborty in Dadagiri 10

আদতে কৃষ্ণনগরের ছেলে হলেও এদিন মালদার প্রতিনিধিত্ব করছিলেন শমীক। খেলার ফাঁকে অভিনেতা জানান, ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে তিনি শুনেছিলেন সেখানে স্বয়ং সৌরভ গাঙ্গুলী  খেলেছেন। সেই কারণে সম্মান হিসেবে প্রত্যেকে উঠতি ক্রিকেটার সেই পিচকে প্রণাম করে অনুশীলন শুরু করতো।

আরও পড়ুনঃ অর্জুনের সঙ্গে নতুন জীবন শুরু দীপার, শোকে-কষ্টে বিবাগী হল সূর্য! ফাঁস অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Sourav Ganguly and Shamik Chakraborty in Dadagiri 10

পর্দার জিষ্ণুর (Jishnu) মুখে একথা শোনা মাত্রই স্মৃতির সাগরে ডুব দিয়ে পুরনো দিনে ফিরে যান সৌরভ। তিনি বলেন, ‘হ্যাঁ, ১৯৯৪ সালে ওখানে খেলেছি। আমরা ওড়িশার বিরুদ্ধে খেলছিলাম। প্রথম ইনিংসে আমরা পিছিয়ে ছিলাম। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য আমাদের লক্ষ্য ছিল ৩৪০ রান। আমি প্রচুর রান করেছিলাম। এখনও মনে আছে, খেলার চতুর্থ দিন আমার বোনের বিয়ে ছিল। খেলা শেষের পাঁচটার সময় কৃষ্ণনগর থেকে গাড়ি ধরে এসে আমি বোনের বিয়েরে যোগ দিয়েছিলাম’।

আরও পড়ুনঃ কমলা চরিত্র জিতেছে সকলের মন, এবার বড় পর্দায় জিৎ-র মেয়ে! অভিনয়ের জার্নি নিয়ে অকপট অয়ন্যা

মেঘ, জিষ্ণু, ময়ূরী, নীল- বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই নামগুলো ভীষণ জনপ্রিয়। তাঁদের অভিনয়ের ফ্যান সৌরভও! পর্দার মেঘ তথা তিতিক্ষার প্রশ্নের উত্তরে যেমন নিজেকে ‘পজেসিভ বর’ তকমা দেন সৌরভ। ‘দাদা’ বলেন, ‘এমনিতে বাড়িতে তো আমায় কেউ পাত্তা দেয় না। তবে খেলার মাঠে আমি খুব পজেসিভ’। ‘বাড়িতে কেউ’ বলতে যে দাদা ঠিক কোন মানুষটির কথা বলতে চেয়েছেন তা বুঝে নিতে অসুবিধা হয়নি কারোরই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥