• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কন্ট্রোলে রাখবে’! বিয়ের আগেই সন্দীপ্তার স্বামীকে সাবধান করলেন সৌরভ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Updated on:

Sourav Ganguly,Soumya Mukherjee,Sandipta Sen,Dadagiri,Zee Bangla,Reality show,Tollywood,Actress,Tollywood actress,Tollywood news,সৌরভ গাঙ্গুলী,সৌম্য মুখোপাধ্যায়,সন্দীপ্তা সেন,দাদাগিরি,জি বাংলা,রিয়্যালিটি শো,টলিউড,অভিনেত্রী,টলিউড অভিনেত্রী,টলিউডের খবর,Sourav Ganguly Sandipta Sen,Entertainment,Entertainment news,Bangla khobor,সৌরভ গাঙ্গুলী সন্দীপ্তা সেন,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বছর শেষের আগেই ‘মিস’ থেকে ‘মিসেস’ হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। আগামী ডিসেম্বর মাসে প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। বর্তমানে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে প্রচণ্ড ব্যস্ত এই ছোটপর্দার দুর্গা। তবে তার মাঝেই সময় বের করে সম্প্রতি হাজির হয়েছিলেন ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে।

এপিসোডের শুরুতেই সন্দীপ্তাকে নতুন জীবনের শুভেচ্ছা জানান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। খেলার ফাঁকে ফাঁকে চলতে থাকে বিয়ে নিয়ে আলোচনা। অনেকেই জানেন না, অভিনয়ের পাশাপাশি সন্দীপ্তা একজন সাইকোলজিস্টও। অভিনেত্রীর এই গুণ শুনে মুগ্ধ হলেও দাদা জানান, তিনি খেলা ছাড়া আর কিছুই পারেন না।

Sourav Ganguly and Sandipta Sen in Dadagiri

এরপর কথার সূত্র ধরেই সন্দীপ্তার হবু স্বামীর বিষয়ে জানতে চান ‘দাদাগিরি’ সঞ্চালক। অভিনেত্রী জানান, ‘ও একটি ওটিটি প্ল্যাটফর্মের সিইও হিসেবে কর্মরত’। সেই সঙ্গেই জানান, তাঁর হবু স্বামী সৌরভের বিরাট বড় ভক্ত। দাদা অবসর গ্রহণের পর থেকে সৌম্য খেলা ছেড়ে দিয়েছেন বলে জানান অভিনেত্রী। সব শেষে হবু স্বামীর জন্য সৌরভকে একটি স্পেশ্যাল বার্তা লিখে দেওয়ার আবদার করেন সন্দীপ্তা।

আরও পড়ুনঃ কোনো অনুশোচনা নেই! ডিভোর্স নয় মেঘকে বাড়ি ফেরানোর জেদে অনড় নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

শোনামাত্রই রাজি হয়ে যান মহারাজ। তবে অভিনেত্রীকে লেখার শেষ লাইনটা তখন না পড়ার অনুরোধ করেন। সেকথা শুনে তখনই সেই লাইনটা জোরে জোরে পড়েন সন্দীপ্তা। সেখানে লেখা, ‘বউকে কন্ট্রোলে রাখবে’। দাদার সেই বার্তার প্রেক্ষিতে অভিনেত্রী জানান, ‘কেউ কাউকে কন্ট্রোলে রাখবে না’। এরপর সৌরভকে নিজের বিয়েতে আসার জন্যে নিমন্ত্রণ করেন সন্দীপ্তা।

আরও পড়ুনঃ মিঠাই শেষের পর একি হাল? একগাল দাঁড়ি উস্কোখুস্কো চুল, আদৃতের ‘কবির সিং’ লুক দেখে হতবাক নেটপাড়া

Sourav Ganguly and Sandipta Sen in Dadagiri

প্রসঙ্গত, দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করার পর আগামী ৭ ডিসেম্বর সাত পাক ঘুরছেন সৌম্য এবং সন্দীপ্তা। তার আগে ২ ডিসেম্বর আংটি বদল সারবেন এই তারকাজুটি। ইতিমধ্যেই আইবুড়োভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, সৌম্য-সন্দীপ্তার বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। জীবনের এই বিশেষ দিনে গোলাপি রঙের বেনারসিতে সেজে ওঠার ইচ্ছা আছে ছোটপর্দার দুর্গার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥