• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষের পর একি হাল? একগাল দাঁড়ি উস্কোখুস্কো চুল, আদৃতের ‘কবির সিং’ লুক দেখে হতবাক নেটপাড়া

Updated on:

Mithai fame Adrit Roy upcoming Tollywood movie clip has gone viral on social media

টলিউডের (Tollywood) হাত ধরে কেরিয়ার শুরু করলেও আদৃত রায়ের (Adrit Roy) ভাগ্যের চাকা ঘুরেছে টেলিভিশনে কাজ করার পরেই। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই সিরিয়াল (Bengali Serial) শেষ হয়ে গেলেও অধিকাংশ দর্শক তাঁকে ‘উচ্ছেবাবু’ নামেই মনে রেখে দিয়েছেন।

২০১৮ সালে ‘নূর জাহান’ ছবির হাত ধরে টলিমিঠাই শেষের পর একি হাল? একগাল দাঁড়ি উস্কোখুস্কো চুল, আদৃতের ‘কবির সিং’ লুক দেখে হতবাক নেটপাড়াউডে পা রেখেছিলেন আদৃত। এরপর ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’র মতো ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। এবার ‘মিঠাই’ (Mithai) শেষ হতেই ফের বড়পর্দায় ফিরে গেলেন অভিনেতা। আবারো মূলধারার বাণিজ্যিক ছবির হাত হরে কামব্যাক করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে পর্দার ‘সিদ্ধার্থে’র আসন্ন ছবির ফার্স্ট লুক।

Adrit Roy upcoming movie first look

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আদৃতের একটি ক্লিপিং ভাইরাল (Viral) হয়। সেখানে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। উসকোখুসকো চুল, গাল ভর্তি লম্বা দাঁড়ি- এক ঝলক দেখে চেনা দায় ইনিই দর্শকদের প্রিয় ‘উচ্ছেবাবু’।

আরও পড়ুনঃ আত্মসম্মান আগে! বরণ থামিয়ে মীনাক্ষীকে উচিত শিক্ষা দিল মেঘ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ব্লকবাস্টার পর্ব

ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, রীতিমতো পাগল-পাগল দশা আদৃতের। যেনতেন প্রকারেণ নায়িকাকে ফিরে আসার জন্য অনুরোধ করছেন তিনি। অনেকে আবার আদৃতের এই লুকের সঙ্গে কবীর সিংয়ের তুলনা করেছেন। ‘কবীর’ শাহিদের লুকের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন ‘মিঠাই’ অভিনেতার।

আরও পড়ুনঃ পরাগের বিরুদ্ধে অভিযোগ নেই! বিষ খাওয়ানোর পরেও ক্ষমা করল শিমুল, টিভির আগেই ফাঁস ‘ধামাকা’ পর্ব

Adrit Roy upcoming movie first look

প্রসঙ্গত, ‘মিঠাই’ শেষ হওয়ার পর প্রত্যেক কলাকুশলী নিজেদের পরবর্তী প্রোজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আদৃত ফের টলিউডে কামব্যাক করার জন্য তৈরি হচ্ছেন। পিছিয়ে নেই ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষাও। টলি সুপারস্টার দেবের হাত ধরে শীঘ্রই সিনেজগতে ডেবিউ করতে চলেছেন তিনি। দেবের আসন্ন ছবি ‘প্রধান’এ নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে।

অপরদিকে আদৃতের চর্চিত প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ‘মিঠাই’ ধারাবাহিকে নন্দার চরিত্রে দর্শকদের মন জয় করার পর এই মুহূর্তে জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। নায়ক রোহিতের বৌদি পারমিতার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥