• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেরা দুটো বিয়ে না করলে মিলবে যাবজ্জীবন কারাদন্ড! অদ্ভুত নিয়মের এই দেশের নাম জানেন?

Two Marriage Law : বাঙালি তথা ভারতীয়দের কাছে বিয়ে (Wedding) মানে একপ্রকার উৎসব। দুই পরিবারের তরফেই এলাহী আয়োজন, শতশত আত্মীয়রা এসে বর-কনে দুজনকে আশীর্বাদ করেন। বিয়ের আগে থেকে বিয়ে সম্পন্ন হওয়ার পর্যন্ত একাধিক রীতিনীতি, সব মিলিয়ে বিয়ে মানেই বিশাল ব্যাপার। তাবলে এক জীবনে একাধিক বিয়ে খুব একটা দেখা যায় না। কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে এমনও এক দেশ আছে যেখানে দুটো বিয়ে করা বাধ্যতামূলক।

হ্যাঁ ঠিকই শুনেছেন, এমন এক আজব দেশ রয়েছে যেখানে পুরুষদের দুটো বিয়ে করতেই হয়। যদি তা না হয় তাহলে আইন অনুযায়ী মেলে শাস্তি। এক্ষেত্রে প্রথম স্ত্রীরাও বাঁধা দেন না। ভাবছেন এ কোন বিচিত্র দেশ রে বাবা? চলুন আজ আপনাদের এমনই এক আজব নিয়মের কথা জানাবো।

   

Country with Two marriage law

অদ্ভুত এই দেশটি হল ‘এরিট্রিয়া’ (Eritria), দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত। বড়োই আজব এই দেশ, বলতে গেলে আধুনিক সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন। দেশের নারীর সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। তাই এখানে নারী-পুরুষ ভারসাম্য বজায় রাখার জন্য ছেলেদের দুটো বিয়ে করতে হয়। যদি প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়েতে বাঁধা দেয় তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।

আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

শুধু তাই নয়, যদি কোনো পুরুষ জীবনে মাত্র একটি বিয়ে করে তাহলে সমাজ তাকে অপরাধীর চোখে দেখে। আর দুই বিয়ে না করলে শাস্তি তো রয়েছেই। একাদশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন আজব রীতি মেনে চলার জন্য বারেবারে সমালোচিত হয় এই দেশ। কিন্তু এতে দেশের বাসিন্দাদের ওপর বিন্দুমাত্র প্রভাব পড়েনি।

আরও পড়ুনঃ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস গড়ল চন্দ্রযান-৩! রইল শুরু থেকে চাঁদে পৌঁছনোর চমকে দেওয়া জার্নি

প্রসঙ্গত, আজকের দিনে যেখানে আমরা ইন্টারনেট ছাড়া একটা দিন ভাবতেই পারি না। সেখানে ‘এরিত্রিয়া’তে কোনো ইন্টারনেট পরিষেবা নেই বললেই চলে। মোবাইল ফোন আছে কিন্তু তাতে শুধুমাত্র কথা বলাই যায়। ইন্টারনেট ব্যবহার করতে হলে যে অর্থ লাগে তা দেশের ৯৯% মানুষের কাছেই নেই। এই কারণেই হয়তো আজও পুরোনো দিনের ধ্যান ধারণা নিয়ে চলছেন এই দেশের মানুষের।