• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমিই ধ্বংস করেছি মেঘ-নীলের সংসার, নিজের কর্মে অনুতপ্ত গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Updated on:

Icche Putul Gini Regreats missunderstanding Megh and breaking Neels Relation

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) কয়েকটি ধারাবাহিক দারুণ জমজমাট হচ্ছে। সেই তালিকায় ওপরের দিকেই রয়েছে ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) নাম। শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই মেগা। আর এখন ধারাবাহিকে (Bengali Serial) যে ট্র্যাক দেখানো হচ্ছে তা দারুণ ভালোলাগছে দর্শকদের। গাঙ্গুলী বাড়ির সব সদস্য এখন বুঝে গিয়েছে মেঘ কোনোদিন তাদের ক্ষতি চায়নি।

ইতিমধ্যেই রূপের বাড়ি থেকে গিনিকে (Gini) উদ্ধার করে নিয়ে এসেছে মেঘ (Megh)। সেই সঙ্গেই ফাঁস হয়ে গিয়েছে রূপ এবং ময়ূরীর আসল চেহারা। যদিও এখন উপযুক্ত প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে রূপ। আর তারপরই মেঘের জীবন তছনছ করার জন্য হাত মিলিয়েছে ময়ূরীর সঙ্গে।

Icche Putul Rup Gets Bail in court threats Megh Gini

এসবের মাঝেই ধারাবাহিকের গল্পে এসে গেল নতুন মোড়। মেঘ, নীল (Neel), ময়ূরী ছাড়াও ‘ইচ্ছে পুতুল’র গল্পে গিনি চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। একটা সময় গিনির ভীষণ অহংকার ছিল। মেঘকে দু’চোখে দেখতে পারতো না সে। বরং বৌদি হিসেবে গিনি ময়ূরীকেই চাইতো। সেই কারণে মেঘকে কম অপমান করেনি নীলের বোন।

আরও পড়ুনঃ প্রেম জমে ক্ষীর! নৈহাটির বড়মার দরবারেও জুটিতে হাজির কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই ভাইরাল ছবি

এমনকি ময়ূরীর সঙ্গে হাত মিলিয়ে মেঘের জীবন নষ্ট করে দেওয়ার চেষ্টাও করেছিল গিনি। কিন্তু এখন ময়ূরীর আসল চেহারা দেখার পর গিনি বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে। মেঘ যে সত্যিই কোনোদিন তার ক্ষতি করতে চায়নি তা এখন বুঝে গিয়েছে গিনি।

আরও পড়ুনঃ ফুলকি শিমুলের দাপটে ছিটকে গেল দীপা, কোথায় জগদ্ধাত্রী? লেটেস্ট TRP লিস্ট দেখে মাথাই নষ্ট দর্শকদের

Icche Putul Gini

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে, নীল এবং মেঘের সংসার ভেঙে যাওয়ার জন্য এখন নিজেকে দোষারোপ করছে গিনি। সেই জন্য এখন নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাইছে। গিনি নীলকে বলে, আমার আগে মনে হতো মেঘ যা করছে সবটা লোক দেখানো। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেঘ সব কিছু তোকে ভালোবেসে করতো দাদা। আমি যখন তোদের সংসার নষ্ট করেছি, আমি আবার ফের সেটা জুড়ে দেব। এবার দেখা যাক, গিনি নিজের এই কথা রাখতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥