• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফেলুদা-ব্যোমকেশ অতীত! দর্শকদের নতুন গোয়েন্দা উপহার দিতে চলেছেন সুপারস্টার চিরঞ্জিত

Chiranjeet Chakraborty in New Detective Thriller : গোয়েন্দা কাহিনীর (Detective) ওপর বাঙালির আকর্ষণের কথা কারোর অজানা নয়। সেই জন্যই তো বড়পর্দা থেকে শুরু করে ওটিটি- সব মাধ্যমেই গোয়েন্দার দারুণ রমরমা। ফেলুদা, ব্যোমকেশ বলতে আজও বাঙালি অজ্ঞান! তবে এবার শীঘ্রই টলিপাড়ায় (Tollywood) এক নতুন গোয়েন্দার আবির্ভাব হতে চলেছে। কে তিনি? তিনি হলেই টলিউডের সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।  সাহিত্যের পাতা থেকে উঠে দর্শকদের সামনে হাজির হতে চলেছে ‘ভাদুড়িমশাই’ (Bhaduri Moshai)

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর (Nirendranath Chakravarty) এক অমর সৃষ্টি হল ‘ভাদুড়িমশাই’। শোনা যাচ্ছে, শীঘ্রই এই চরিত্র পর্দায় হাজির করতে চলেছেন টলিপাড়ার নামী পরিচালকদ্বয় অভিজিৎ গুহ (Abhijeet Guha) এবং সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। তবে বড়পর্দা নয়, ওয়েব সিরিজের (Web Series) আকারে ‘ভাদুড়িমশাই’য়ের কীর্তি দর্শকদের সামনে পেশ করবেন তাঁরা। শুধু এটুকুই নয়, আইকনিক এই গোয়েন্দা চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে সেই খবরও সামনে এসেছে।

   

Abhijeet Guha Sudeshna Roy Bhaduri Moshai web series

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে  ‘ভাদুড়িমশাই’য়ের জুতোয় পা গলাতে দেখা যাবে। একসময়কার বিখ্যাত এই অভিনেতাকে এখন সেভাবে পর্দায় দেখা যায় না, সেই জন্য বহু সিনেপ্রেমী মানুষই আক্ষেপ করেন। অবশেষে সেই আক্ষেপ মিটতে চলেছে।

আরও পড়ুনঃ চাপা কষ্ট প্রকাশ্যে এনে শিমূলের কাছে কাঁদলো পরাগের মা! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র মোড়ঘোরানো পর্ব

নীরেন্দ্রনাথ চক্রবর্তী সৃষ্ট ভাদুড়িমশাইয়ের পুরো নাম হল চারুচন্দ্র ভাদুড়ি। তিনি একজন অবসরপ্রাপ্ত সিবিআই অফিসার। তবে চাকরি থেকে অবসর গ্রহণ করলেও রহস্য সমাধানে তাঁর আগ্রহ একটুও কমেনি। ভাদুড়িমশাইয়ের নিজস্ব ডিটেকটিভ এজেন্সিও রয়েছে।

This popular Tollywood actor might essay the role of detective Bhaduri Moshai in upcoming web series

আরও পড়ুনঃ পরকীয়ায় জড়াতেই জুটেছিল ‘রক্ষিতা’ তকমা! সত্যিই কি সুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন উত্তম কুমার?

আইকনিক এই চরিত্র নিয়ে বেশ কয়েকটি গল্প লিখেছিলেন কবি। তবে এর মধ্যে কোন গল্প ওয়েব সিরিজের জন্য নির্বাচিত হয়েছে তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে একটি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ভাদুড়িমশাইয়ের বয়সের কথা মাথায় রেখে চিরঞ্জিতের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। দু’পক্ষের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়েছে।

Chiranjeet Chakraborty Bhaduri Moshai web series

প্রসঙ্গত, অভিনেতাকে এর আগেও গোয়েন্দা রূপে দেখেছেন দর্শকরা। ‘কিরীটী’ চরিত্রে তাঁর অভিনয় এখনও মনে আছে অনেক সিনেপ্রেমী মানুষের। এছাড়া ‘ষড়রিপু’ ছবিতে গোয়েন্দা চন্দ্রকান্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এই দুই চরিত্রের থেকে ‘ভাদুড়িমশাই’য়ে অভিনয় করাটা যে আরও চ্যালেঞ্জিং হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।